শুফম সাহিত্য পত্রিকা
জ্যৈষ্ঠর কাফেল
শরিফুল ইসলাম
তৃষ্ণায় পথিক হেটে চলে
জ্যৈষ্ঠর ধূলিময় পথে,
সঙে নিছে কালো ছাতা
যষ্টি আছে তার সাথে।
কাঠফাটা রোদ,বাড়ে যে ক্রোধ
মাথা করে তার বনবন,
নদীর পানি,নেই তো জানি
প্রাণ তৃষায় করে টনটন।
পথিক বলে জীবন চলে
কি ভাবে কাঁটে বেলা
পথ যে আমার সম্মুখ গতি
হয় না ক্ষিপ্র কাফেলা।
রোদের তেজ বেড়েই চলেছে
যেনো ছুড়ে আগুন ফণা,
পুড়ে দেয় পথিকের দেহ
ঠুসি পড়ে কণা কণা।
তারপরেও পথিক চলিছে
তার আপন গন্তব্যের ঐ দিক
যদি হয় হাজার প্রহার তাও
ছাড়িবেনা কাফেলার শিক।
No comments:
Post a Comment