Monday, May 20, 2019

রেল ***প্রতিভা দে।

বিস্তারিত www.banglasahittos.blogspot.com

রেল

প্রতিভা দে

১২/৫/১৯/-



ঝিকি ঝিকি বলে ওরা
দিকে দিকে ধায়,
সাপের মত  অঙ্গ দুলাইয়া
ছুটিয়া ছুটিয়া বেড়ায়,
অজোগর বটে ওরা
মানুষ গিলে খায়,
মানুষ হজম করতে না পেরে
উগলে ফেলায়,
দিন রাত খেটে খেটে যায়
ডিজেল খায়
আপন উদ্দেশ্য শুধু
দূর দিগন্তে ছোটায়,
কতো অভিজ্ঞতা তার
কতো কতো শুধায়,
কোথায় বড় শহর কোথাও
গ্রাম
কত কত মানুষের হয় সন্ধান।
কত কত তেল,কত যায়
সব্জী
সকলি তার জন্য পেয়েছি
যা আজ অব্দি।


No comments: