ইতিকা বিশ্বাস
তারিখ - ০৫/০৫/২০১৯উত্তর চব্বিশ পরগনা,ঠাকুরনগর।
..............................তোর সাদা জামার মাঝে এঁকেছি
লাল কালো নীল রঙে রাতের জ্যোৎস্না
দিচ্ছে উঁকি হামাগুড়ি ঐ চিহ্নিত ধ্রুবতাঁরা
আমি গুনছি বসে বসে একে একে সবতাঁরা।
হারিয়েছে সব তাঁরা হয়নি গোনা শেষ
আমি পথের বাঁকেই অবশেষে বেলা শেষ
রাতের আকাশ দিচ্ছে ধরা অন্ধকার জগতে
প্রহর আসে প্রহর যায় দিবারাতের আলোতে।
তোমার জন্য এই ভালোবাসা রেখেছি জমিয়ে
একটু একটু করে বিস্তারিত ছড়িয়ে
মুগ্ধতা পেলাম খুঁজে তোর ভরসায়
আমি নিশ্চুপ নিঃশব্দতার পাহাড়ায়।
তোর কথা শুনে কবিতা লেখা ভালোলাগায়
ঘন ঘন নিঃশ্বাসে তোর মন কাড়ায়
শব্দের কোলাহল মিলেমিশে একাকার
তুই তো ঘন্টা মিনিট সেকেন্ড শুধুই আমার।
No comments:
Post a Comment