Sunday, May 19, 2019

স্মৃতিচারণ গাজী রায়হান হাফিজ



স্মৃতিচারণ 


 গাজী রায়হান হাফিজ


চির নিদ্রায় করেছে শয়ন 
হৃদয়ের সেই গর্বিত জন-
ধরণীতে এই আমাকে যাহারা
করিত সদায় ভীষণ যতন।

ছিলাম দারুণ অসহায় এক
ছিল নির্বাক মুখ ভাষাহীন-
অনেক যতনে স্নেহ আদরে
রেখেছিল মোরে তারা নিশিদিন।

কতনা আদরে জড়িয়েছে বুকে 
দিয়েছে শতেক চুম্বন মুখে-
ধরেছি কতই  বায়না অসার
দেইনি কষ্ট হাজারো দুখে।

ছিলাম তাদের বুকের মানিক
তারা ছিল মোর প্রাণের স্বজন-
মায়ার বাঁধন অবিরাম ছিল
কতই না মধুর সেই আয়োজন।

সে রাঙা চরণ সে কন্ঠস্বর
পাইনা খুঁজিয়া ঘুরিয়া ভুবন-
আধারে আলোতে সদা ভাসে চোখে
স্মৃতি যে দেয় কঠিন বেদন।

পড়িয়া রয়েছে চোখের চশমা
পানের পেয়ালা তসবির দানা-
জায়নামাযের শূণ্য চাদর
পাতানো রয়েছে শূণ্য বিছানা।

স্মৃতির ছাপ অগনিত ভাসে
বারান্দা ঘর আঙিনার মাঝে-
বুকের গহীনে গোপন কষ্ট
ভুখ যে লাগেনা মোর কোনো সাজে।

হঠাৎ করিয়া গেল যে হারিয়ে
সেই ভরসার আদরের কোল-
উদাম নিঠুর ঘূর্ণি হাওয়া
এখন যে দেয় অবিরাম দোল।

যতদিন আছি ধরণীর বুকে
খুঁজবে দুচোখ চেয়ে চারিদিকে-
কাঁতর এ বুকে অশ্রুর চোখে
কাটিবে জীবন দারুণ অসুখে।

খোদার চরণে রাখিলাম আজ
প্রাণের আকুল এই নিবেদন-
ভেস্ত মহলে পাই যেন আমি
মোর মা বাবার ধন্য চরণ।

(পুনরায় পোষ্ট)
_____________________________________
রচনা 12.11.18             হোসেনপুর
ছন্দ:মাত্রাবৃত্ত                 কালিগজ্ঞ
মাত্রা:6+6                       সাতক্ষীরা।

No comments: