Saturday, May 11, 2019

হৃদয় ভাঙ্গা আর্তনাদ মোঃরফিক ইবনে ওসমান



হৃদয় ভাঙ্গা আর্তনাদ  



         মোঃরফিক ইবনে ওসমান





           নদী ভাঙ্গে,ঘর ভাঙ্গে
           হৃদয় ভাঙ্গা আর্তনাদ
     কিছু অন্ন বস্রের আশায় যেন
      তন্দ্রাবিহীন কাটে দিবা-রাত।
    কোথায় যাবে,থাকবে কোথায়
       সর্বদা ;থাকেন যে আশায়,
         নেতা শ্তধু কথার ছলে
         দুঃখ ভোলান ভাষায়।
     আসলো নেতা বসলো গেড়ে
         কর;হাত দু'খানা শক্ত,
       চেলা ধরেন উচ্চ স্লোগান
        এরা;আপনার খুব ভক্ত।
          নেতা চান প্রার্থী হতে
         নদী ;ভাঙ্গা তাহার ইস্যু,
       খালি মুখে ভিজেকে চিড়ে
           তৎক্ষনাত চাই কিছু।
পদ্মা নদী নির্মাণ হলেও হয়নি নদী শাসন,
          বাতাস ভারী আহাজারিতে
       জাজিরা;নড়িয়ায় যখন-তখন।
             প্রবাহিত পদ্মা নদী
              বহে উত্তাল ঢেউ,
    সর্বগ্রাসী পদ্মা কেড়ে নিলো প্রাণ
    খবর নিলোনা রাষ্ট্র,কি-বা কেউ।

No comments: