কবিতার নাম - মানবতা
------------------------------
বিপদে-আপদে পথেঘাটে,সবখানে,
সেদিনও তখন প্রয়োজনে না ডাকতেই
স্বজন - বন্ধুদের হাত এসে পড়ত হাতে ।
আজ ব্যস্তময় মানুষের আত্মকেন্দ্রিক দুনির্বার গতি -
দুর্গম পথে বন্ধু - বিহীন বড় একা
পথ চলা দায় -
আজকের দিনে এটা একটা বড় সমস্যা ।
পড়ে থাকা সময়ের ঘুর্ণিপাকে
কখনো আবার গোলক ধাঁধায়
সামনে কেবলই মরিচিকা ধূ ধূ
অতৃপ্ততা নিয়ে চরকি পাকে ঘুরে মরা শুধু
হোঁচট পথে রক্তাক্ত পায়ে তবু পথ চলা ।
আজকের সভ্যতার যুগে এর নামই কি মানবিকতা ।।
------------------------------ ------------------------------
ধন্যবাদ সহকারে
কাব্যভারতী, প্রাপ্ত কবি
রূপালী গোস্বামী
3 , R.R.Plot,
Anandapur,
Kolkata - 700107
Mobile No :- 9830336278
No comments:
Post a Comment