😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎finished 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
ভালোবাসা চাই
-------- -নৃপেন্দ্রনাথ চক্রতী
ভালোবাসার কাঙাল আমি
হাতড়ে ফিরি একচিলতে ভালোবাসা
তোর কাছে প্রেম চেয়েছি, দিয়েছিলি হয়তো-
বুঝিনি, প্রেম কাকে বলে।
একচিলতে ভালোবাসা পাবো বলে
জোনাকির জ্বলে ওঠা আলোর দিকে চেয়ে থাকি
কিশোরীর ঘুঙুর বেজে ওঠার ছন্দ কানে বাজে।
একচিলতে ভালোবাসা পাবো বলে এখনও
বিনিদ্র রাত চেয়ে থাকি কপাট খুলে।
গ্রাম + ডাক- –বালিয়া,চাকদাহ,নদিয়া
পিন- ৭৪১২২৩
ফোন-৬২৯৫০১৪৬৪৯,৭৭১৮২৯৮৯২১
ই- মেল- cb nripen 921@ gmail.com
লেখক পরিচিতি -
১৯৮০-সালের-২৫- অক্টোবর পশ্চিম বঙ্গের নদিয়া জেলার বালিয়া গ্রামে-জন্মগ্রহণ-করেন নৃপেন্দ্র নাথ চক্রবতী প্রকৃতির-রূপবৈচিত্রে-ঘেরা-গ্রামটিতেই-তার-বেড়ে-ওঠা--হলে-বাংলা-সাহিত্যে-রয়েছে-বিশেষ-ঝোঁক-ছাত্রজীবনে-দেশের-প্রথম-সারির-দৈনিকগুলোতে-লিখতেন-ফিচার-প্রবন্ধ-গল্প-ও-কবিতা-সে-থেকেই-যোগাযোগ-গণমাধ্যমের-সঙ্গে-একসময়-এই-সাহিত্যের-গলি-বেয়েই-ঢুকে-পড়েন-সাংবাদিকতায়- বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক, সকালের পৃথিবীর নিবাহী সম্পাদক, মাসিক শাপলা কুড়ির সম্পাদক, এই কাল পত্রিকার নিবাহী সম্পাদক বিভিণ্ন পত্রিকা গুলেতে বিভিণ্ন পদে দায়িত্ব-পালন-করছেন-পাশাপাশি-অব্যাহত-রেখেছেন-দৈনিক-পত্রিকাগুলোতে-লেখালেখি করে থাকেন।
1 comment:
লেখা টি আমার খুব ভালো লাগ লো
Post a Comment