Sunday, April 28, 2019

কবিতাঃআমার গুরু লেখকঃআজিজুল ইসলাম

কবিতাঃআমার গুরু
লেখকঃআজিজুল ইসলাম



 

স্বরবৃত্ত ছন্দঃ৪+৪+৪+২/৩/৪
তোরা আমায় যে যাই বলিস মম প্রাণের প্রিয়  ভাই,

গুরুদের যে আমি কোনো সময়  ভুলতে নাহি চাই!
সামনে চলার পথে তাদের অবদানের তুলনা নাই।
গুরু ছাড়া সুশিক্ষা ও ভালোবাসা  কার কাছে পাই!
গুরুদের কে সকল সময় আমি অনেক ভালোবাসি
সারাজীবন থাকতে আমি চাই যে তাদের পাশাপাশি।
গুরু হলো জ্ঞানের ভাণ্ডার তারা জ্ঞানের চর্চা করে
তাইতো তাদের স্থান হলো  পিতামাতার   পরে
গুরুর মাঝে থাকে অশেষ শিষ্যের জন্যে মায়া প্রীতি
দুষ্টুমি যে করলে পরে দেখায় মোদের নানান ভীতি
আমার কাছে গুরু হলো সকল জ্ঞানের আঁধার
তারা হলো হাতিয়ার দুর করতে সকল বাধার

No comments: