কবিতা:
স্মৃতির খেঁয়া
গাজী রায়হান হাফিজ
মৃদুলা মলয়ে সখি----------উড়ে কুন্তল
বিরহীনি নিশি জাগি-----শিহরীত কায়া,
পোহাবেনা এ রজনী ---------শূন্যতা ময়
থেকে থেকে অচানক প্রাণে জাগে মায়া।
রজনীর কালো রুপ-----জোসনায় ধুয়ে
দু চোখেতে ঝরে পড়ে------পূষ্প তাঁরার,
জীবনের খেলা ঘরে------হারিয়ে সকল
আজ নেই ভয় কোন------কিছু হারাবার।
অঙ্গেতে রুপ ছিলো------ভালবাসা মনে
সব কিছু এলোমেলো----খরা হলো বুক,
কোথায় সে দিন গুলো---হাতড়ে বেড়াই
বেদনার বালুচরে----------হারিয়েছে সুখ।
______________________________ ___________________
রচনা 28.04.19 হোসেনপুর-কালিগজ্ঞ
ছন্দ:মাত্রাবৃত্ত সাতক্ষীরা।
মাত্রা:8+6
______________________________ ____________________
No comments:
Post a Comment