।। অণুকবিতা ।।
আর একটু ভালোবাসা
------কাজী এনামুল হক
আর একটু ভালোবাসো মোরে
আমি আরও ভালোবাসা পেতে চাই,
প্রচন্ড বহ্ণিতাপে আর একটু
দগ্ধ হতে চাই; জীবনের চোরাস্রোতে
যদিওবা বিভীষিকা নামে,
গৃহহীন হই যদি যাযাবরসম, তবুও
একমুঠো প্রেম দিও আগুন-ঝরানো রাতে, বসন্তের ঘ্রাণ দিও মলয় বাতাসে।
শ্রাবণের দিনে থাকো যদি বসে
মেঘ-ভার মুখে, বাতায়ন পাশে,
একরাশ হাসি তবু ধার করে নিও---
মুখ নেই? তবু যেন মুখোশেই হাসো।
No comments:
Post a Comment