Saturday, April 27, 2019

বলতে পারো দেবী? (কবিতা) গাজী রায়হান হাফিজ

বলতে পারো দেবী?

গাজী রায়হান হাফিজ



ধবধবে পূর্ণিমায় কখন ভেসেছিল হৃদয়ের কবিতা গুলো?
কোন সে বসন্তে গেয়েছিল কোকিল তার প্রথম গেয়ে ওঠা গান?
নয়নের রেখা পাতে কখন নেমেছিল বিনাশী শ্রাবন?
বলতে পারো দেবী!!
সেই অপেক্ষার নিশিতে কোনদিন বধূ এঁকেছিলো প্রথম চুম্বন,
জেগেছিল কুমারী শরীর করেছিল সতীত্বের শিরচ্ছেদ!!
আর কতটা বসন্ত বাঁকী?

চন্দনের মাটিতে মুখ ধুয়ে মসৃণ রুপ;
লাল সিদূরের আভায় এঁকেছিল ললাটে তীলক-
দারুণ সংকেত!!
কতবার ধর্ষিত হলে ধরণী তার সতীত্বের নাম ঘোচে?
কত পা হাঁটলে পথিক ক্লান্ত হয় কিংবা কত কষ্ট জমা হলে
পাহাড় কাঁদে??
বলতে পারো দেবী??
_______________________________________________
রচনা 25.04.19
হোসেনপুর-কালিগজ্ঞ
           সাতক্ষীরা
_______________________________________________

No comments: