কবিতা
খুঁজেছি কতো পর্বতের চুড়ায়, খুঁজেছি তোমায় -- মেঘের অনন্যায় বৃষ্টির ফোটায় ফোটায়।
খুঁজেছি রংধনুর অন্তরালে, থমকে পড়া নিঝুম রাতে --কিংবা ফাল্গুনের নিরালা দুপুরে।
খুঁজেছি তোমায় শারাবের গ্লাসে গিটারের মাতাল সুরে, খুঁজেছি কতো গাংচিলের ডানায় ডানায়।
ঝর্নার অবলিলায়।
আমিতো কেবল ধুলোয় ঢাকা পুরোনো পাতায়,
তুমি আছো ছন্দে আমার আছো কবিতায়।
No comments:
Post a Comment