উত্তাল মেঘ
মো: মামুন শেখ
চারিদিকে উত্তাল মেঘ
ঘন কালো আকাশ
রক্তের আভায় কৃষকের চোখ,
পশ্চিমের দ্বার বেয়ে
আসছে ঝড়ো হাওয়া ধেয়ে।
তারা-হুড়া করেও তারা
বারবার তাকায় আকাশ প্রাণে,
এই বুঝি এলো প্রলয়
গুছিয়েনে থালা-বাটি বলয়।
বইছে যে ঝড়ো হাওয়া
ছিনিয়ে নেয় আমার চাওয়া
থাকো যদি একটু দূরে
যেতে পারি ঘরে ফিরে
সপ্নটারে সঙ্গে করে।
বিধি তুমি সপ্নের প্রতি
দিয়েছো মনে সপ্ন বুনে,
তবে কেনো মেঘের পাহাড়
ঝড়-বৃষ্টিতে হয় যে লোকসান।
শিলা বৃষ্টি পাথর ছুরে
মারছে তীর সপ্নের বুকে
যাই কেমনে ঘরে ফিরে
না নিয়ে সপ্নটারে।
মো: মামুন শেখ একাদশ শ্রেণি। পাবনা কলেজ,পাবনা।
No comments:
Post a Comment