Thursday, March 21, 2019

পুলিশ বাংলাদেশ 



শাকুলা দত্ত




রোদে আছি জলে ভাসি,  নাই কোন ভরসা
পুলিশ বাংলাদেশ বলে, পাই শুধু হাসি টা
ঘর নাই,বাড়ি নাই,নাই কোন স্বজন
থাকি মোরা শ্রম দিয়ে, নিভৃত নির্জন ।

গাই মোরা দিব্বি গণ জনের গান
বিনিময়ে পেয়েছি নাহি মোদের সম্মান,
আস্থা-ভাজন নাহি কোন জন গন
পুলিশ বলে তাই জীবন আজ অধমন।

স্বপথ নিয়ে কর্ম দিয়ে নাহি হয় সার্থক জীবন
পুলিশ বাংলাদেশ কর তোমার নীতি উন্নয়ন ।

No comments: