পাগল-জ্ঞান
শিলা খাদেম
জ্ঞানী:- হালাই হারামজাদা, শয়তানের পুটলী
ইসলাম মানিলো না, নামাজ পড়িল না কেন বুঝলি?
ও হায় ! জাহান্নামি, সমাজ করে দেও ওর জন্য বেনামি ।
পাগল:- তোরা করিস কেন গণ্ডগোল,
ও তো মানিয়াছে মানবতার ঢল, টানিয়াছে সত্যের কোল ।
জ্ঞানী:- হারামজাদা পাগল, তুইও টান জাহান্নামি ঢল
ইসলামের শত্রু, ইবাদাত না যদি করলু ।
পাগল:- ইবাদাতে আসে কী যায়, ঈশ্বর তোর মোখাপেখি নাই
ভণ্ডামি টা ছেড়ে দিয়ে সত্য পথে আয়।
জ্ঞানী :- পাগলে কি না বলে , ছাগলে কি না খায়,
এমন বাণী ছুরিয়ে দিয়ে জ্ঞানী মুক্তি পায়
No comments:
Post a Comment