,,,,,কবিতা,,,,
ছোট্ট বেলা
,,,,,,,,,,লুভানা ইসলাম,,,,,,,,,
আমি যখন ছোট্ট ছিলাম
দুস্টু ছিলাম ভারি,
একটু খানি সুজগ পেলে
দূরে দিতাম পারি,
আম্মু আমায় বলত ডেকে একটু খানি পড়, বিদ্দ্যা শিক্ষা কররে ওরে সুখি জীবন গড়,,,।
তখন আমি বুঝতাম নাকো করতাম অবহেলা
এখন দেখি ভুল করেছি আমার ছোট্ট বেলা।
No comments:
Post a Comment