Tuesday, April 2, 2019

বন্ধু
,,,,,,,লুভানা ইসলাম,,,,,








বন্ধু মানে,সকাল বেলার ঘুম ভাংগানোর পাখি
বন্ধু মানে মায়ায় ভরা কাজল কাল আখি
 বন্ধু মানে মেঘের দুপুর শিশির ভেজা ভোর
বন্ধু মানে ভিসন কিছু মিস্টি হাওয়ার দোর
 বন্ধু মানে সকাল বিকেল মিস্টি সুরে গাওয়া
বন্ধু মানে শিত , বর্শা , গ্রিস্ম, কালের হাওয়া
বন্ধু মানে একটু হাসি একটু অভিমান
 মনের কথা বলার মত একটু খানি টান।।

No comments: