Friday, March 29, 2019

(কবিতা) শিশুর দলের লোক -আব্দুল মালেক জাগরণী

শিশুর দলের লোক

-আব্দুল মালেক জাগরণী 



ভোর সকালে আজকে আমার
হৃদয়টা ক্যান নাচে?
ফুল পাখিদের গানের মেলা
চলছে গাছে গাছে।

আকাশটা ক্যান খোশবু ছড়ায়
খুব কাছে ও দূরের পাড়ায়?
সুধায় গিয়ে সামনে বসা 
দীঘির জলের কাছে।

কৈ মাগুর ও সরপুঁটিরা
সাঁতার কাটে জলে
"খুশির খবর,সবাই জানে"
মাছরা এসে বলে।

আনন্দ আজ সবার মনে
সাত সাগরের জোয়ার তোলে
সব শিশুরা খেলায় ভোলে
উঠোন বাড়ি কাছের বনে।

বাংলাদেশের ঘরে ঘরে
পুলকরাশি ঝরে পড়ে
হাওয়ায় ভাসে সুর
এই দিনেতে জন্ম নিল
প্রিয় মুজিবুর। 

মুজিব মানেই চিরশিশু 
শিশুর দলের লোক
এই ধরনীর সকল শিশুর
শুধুই ভালো হোক।


ঠিকানাঃ
আব্দুল মালেক জাগরণী
সহকারী শিক্ষক, বাংলা
পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজ
ডাকঃ পাড়ুয়া
উপজেলাঃ কোম্পানীগঞ্জ
জেলাঃ সিলেট

No comments: