Wednesday, March 20, 2019

কবিতা

আপু



সম্পা দাস




শান্ত শিষ্টো নম্র ভদ্র আমার আপু ভাই
ফেসবুকেতে পরিচয় হইছে চোখে দেখি নাই
মিষ্টি হাসি দুষ্টুমিতে ভরা তাহার মন
হিজাব পড়ে থাকে সে তো কালমা ভরা টন।

ভাসা ভাসা আঁখি তাহার আছে দুষ্টুমি
ত্তষ্ঠ তাহার নাম ধরিয়া ডাকে মিষ্টুমি
রুকছানা মোর আপুর নামটি হয়নি কার বলা
আমার আপুর বিয়ে দেব দেখিস তোরা পুলা

আপু আমার অভিমানী, নাইকো তাহার রাগের ধ্বনি
মিষ্টি তাহার চোখের চাহনি, হবে পাগল পাড়া
সুস্বাদু তার রন্ধন শিল্প, কয়বে নাকো অনেক বিন্দু
আমার আপুর গুণে জগৎ হইল মাধুর মারা।

ময়মনসিংহের মেয়ে আপু, লাজ-সরমে আছে কাবু
অনার্স শেষে পড়ছে কবু, একলা জীবন কাটছে তবু
আমার আপু, সে যে আমার আপু, রুকছানা মোর কাছের আপু।













সম্পা দাস





শান্ত শিষ্টো নম্র ভদ্র আমার আপু ভাই
ফেসবুকেতে পরিচয় হইছে চোখে দেখি নাই
মিষ্টি হাসি দুষ্টুমিতে ভরা তাহার মন
হিজাব পড়ে থাকে সে তো কালমা ভরা টন।

ভাসা ভাসা আঁখি তাহার আছে দুষ্টুমি
ত্তষ্ঠ তাহার নাম ধরিয়া ডাকে মিষ্টুমি
রুকছানা মোর আপুর নামটি হয়নি কার বলা
আমার আপুর বিয়ে দেব দেখিস তোরা পুলা

আপু আমার অভিমানী, নাইকো তাহার রাগের ধ্বনি
মিষ্টি তাহার চোখের চাহনি, হবে পাগল পাড়া
সুস্বাদু তার রন্ধন শিল্প, কয়বে নাকো অনেক বিন্দু
আমার আপুর গুণে জগৎ হইল মাধুর মারা।

ময়মনসিংহের মেয়ে আপু, লাজ-সরমে আছে কাবু
অনার্স শেষে পড়ছে কবু, একলা জীবন কাটছে তবু
আমার আপু, সে যে আমার আপু, রুকছানা মোর কাছের আপু।

No comments: