ভোট
সীমুলা ইসলাম
ভোট দিবে ভোটের দিন মহা আনন্দে
জনগণের খুশির দ্বারে রুখে দেবে কে
জনতা আজ আসছে ছুটে ভোট দিবে ভাই
কে যেন বলে গেল বেল্ট পেপার নাই।
হাসেম আলী মরুবী হাত উঠায়ে কয়
ভোট দিল আমার টা, কোন হারামজাদায়
হাসি খুশি ওয়ার্ডবাসী সাদেম আলীর ছেলে
ভোট দিয়েছে হাত বাড়িয়ে বার টাই মূলে
বয়স তাহার বার বলে, ভোট দিয়েছে হেসে খেলে
দেখার কেহ নাই , আমার সোনারই বাংলায়।
No comments:
Post a Comment