Wednesday, March 20, 2019

কবিতা

আমি হাসেম
শামীম ইসলাম

আমি হাসেম, কাসেমের জেলে
সবই ডাকে ছুকরা বেলে
বাবা আমার বিভূঁয়েতে
কাজ করে ইট খোলাতে।
পেটে ক্ষুধা মন্দ নয়
কিস্তির টাকা শোধের নয়
মায়ের হিসাব কুঁড়ি কুঁড়ি
টাকা পাঠায়ই না বাবা ভুঁড়ি ভুঁড়ি ।
আজকে কালকে পরশ ভাই
কিস্তির টাকা ফুরাবার নই।
মেম্বারের ছেলে কথা বলে
স্কুলেতে আমরা গেলে
দেশ তবে মুক্তি পায়
আরে ভাই বলিস কি
আমরা যে অনাহারি
স্কুলের স্যার টাকা চায়
তার উপরে প্রাইভেট ভাই
আমরা বাবার টাকা নাই
স্কুলেতে কেমনে যায় ।
শিক্ষা নীতি ধিক্কার দিতি
মনে কোন বাঁধা নাই
শিক্ষিত জাতি দুর্নীতি বাজি
খবরে তাই শোনতে পাই
এই কারনে আমার কাছে
শিক্ষার কোন মূল্য নাই।

No comments: