Friday, February 15, 2019

এই সত্য (কবিতা ) by দালান জাহান

এই সত্য 

দালান জাহান

এই সত্য সবাই জানুক
সবার কাছে পৌছে দাও এই খবর
যারা এসেছেন যারা আসবেন
যারা ফোটাবেন পৃথিবীর ফুল
প্রতিটি মানুষের শিরায় শিরায়
পৌছে দাও এই খবর।
এই সত্য সবাই জানুক
সবার কাছে পৌছে দাও এই খবর
বাতাসের ভারে ভারী হয়ে উঠুক
শিশুর কাঁধের আদর্শলিপি
স্কুলের ব্যাগ ভেঙে লাফিয়ে হাঁটুক
রঞ্জিত রঙের বর্ণমালা।
ফুলে ফুলে আকাশ ছুঁয়ে যাক
সুবর্ণজয়ন্তী শহীদ মিনার
প্রতিটি মানুষের শিরায় শিরায়
পৌছে দাও এই খবর।


দালান জাহান
নলুয়া সখিপুর
টাঙ্গাইল
01737421303




Comments



No comments: