Monday, February 11, 2019

সুখ (কবিতা ) শাবলু শাহাবউদ্দিন ।

সুখ
শাবলু শাহাবউদ্দিন

সুখ সুখ বলে মরিয়া উঠে, সুখটা মেলে কোথায়
সুখে পরী মন ধরেছে , সুখটি মিছে পালায়।

সুখে নামে জীবন ঘামে, সুখটি বুঝি থামায়
যৌবন বেলায় সুখের তরী , হিংসা করে পালায়।

সুখ কেরেছে নিয়ম নীতি, ধর্মের নামে বাজে গীতি
সুখের নামে সাগর নদী, বিলিন হল তাম্র স্মৃতি।

সুখ জ্বালানি জ্বলসে গেছে, হৃদয় টারে মসরে গেছে
সুখের তরী তাই তো এখন নদীর তলে কাদায় ।




No comments: