Lezon কীসের ওষুধ ? এটা একটি অ্যান্টিবাওটিক ।
দীর্ঘ সময় ধরে জ্বর, ঠাণ্ডার জন্য ।
১. তীব্র ম্যাক্সিলারী সাইনাসের প্রদাহ।২. শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহের হঠাৎ প্রকোপ বৃদ্ধি।৩. কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া।৪. ত্বক এবং নরম কলার জটিল সংক্রমন।৫. ত্বক এবং নরম কলার জটিল নয় এমন সংক্রমন।৬. মুত্রনালীর জটিল সংক্রমন।৭. মুত্রনালীর জটিল নং এমন সংক্রমন।৮. তীব্র পাইলোনেপ্রাইটিস।
No comments:
Post a Comment