Tuesday, September 29, 2020

 শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন 


চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান করোনা কারনে বন্ধ ঘোষণা করা হয় । শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হয় না; সরকারিএবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় । দুই থেকে আড়াই মাস যেতে না যেতেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় । সরকারি প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে । যানবাহনে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে । হাট-বাজার সব কিছুই সাধারণ ভাবেই প্রাণ ফিরে পেয়েছে । কওমি মাদ্রাসা ফিরে পেয়েছে তার কলরব । তাহলে সাধারণ শিক্ষার্থীরা কী অপরাধ করেছে যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান চিরস্থায়ীর মত বন্ধ করে রাখা হয়েছে । সাধারণ জনতার চেয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কী কম সচেতন? নিশ্চয়ই না । তাহলে এই দুই থেকে আড়াই কোটি শিক্ষার্থীদের কেন বাংলাদেশ সরকার ঘর বন্দি করে রেখে তাদের মূল্যবান সময় নষ্ট করছে । 

মাননীয় শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে ,শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ বিবেচনায় খুলে দেওয়া হক ।



শাবলু শাহাবউদ্দিন 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

রাজাপুর পাবনা ।

Sablushahabuddin@gmail.com

+8801746631125

No comments: