**২০২০ করোনায় ডরি ***
----হীরামন রায় ----
মারন ব্যাধি মহামারী নবেল করোনা ভাইরাস,
লাদেন থেকেও বহু গুন বড় এযেন বিশ্বত্রাস।
চোখে দেখা না যায়, আকাশ পথে বেড়ায়,
ঘোরে সে দেশ বিদেশে।
যাকে পায় কাছে, ধরে গলা টিপে কষে,
নাস্তানাবুদ নাজেহাল সব শেষে।।
রাইফেল কমান গোলা বারুদ প্রতিরক্ষা সরঞ্জাম,
থরে থরে সাজানো কোন লাভ নেই নেই তার কোন কাম,
প্রতিকার তবে কি? কি এমন অস্ত্র আছে,
ঐ ধুর্তটাকে শাস্তি দিলে এ বিশ্ব যাবে বেঁচে।
কেউ বা গোবর কেউ গোমুত্র ঢালিছে গলায় মহাউল্লাসে,
কেউ মাস্ক কিলিন কিন্তু তাতে কি হবে? এই ত্রাসে।
গোটা বিশ্ব কাঁপিছে ত্রাসে,
ক্ষুদ্র দানব ছড়াচ্ছে যেভাবে।
চীন, ইটালি, ফ্রন্স,জার্মান মৃত্যু মিছিল যেন,
এতো গবেষণা এর প্রতিকারের অস্ত্র মিলছে না কেন।
যুগ যুগ ধরে ওরা আসে যায়, মানব সভ্যতা হেলিয়ে দিয়ে যায়,
ভিন্ন রুপটি ধরে।
ধ্বংসের পরে যেটুকু রবে, বিজয় উল্লাস তারাই করবে,
দানব দলন পরে।।
হীরামন রায়
রানাঘাট, কেশায়পুর
নদীয়া৷ ৭৪১৫০১
No comments:
Post a Comment