পড়ো এই কাব্যলিপি
আব্দুল হান্নান
হে প্রিয়! যদি চিরপ্রেম পেতে চাও তাহলে পড়ো এই কাব্যলিপি; জেনে রেখো! তুমি যে মালঞ্চের মালী, দয়ময় তার কারিগরি। তুমি কি এখনো গাত্রাত্থান করনি হে প্রিয় কবি!তোমার কবিতার আকাশে চাঁদ হেসে উঠেছে।
তোমার ছোট্ট কুটিরে কি এখনো ফুটে উঠেনি, নিশি প্রেমের কুসুম! তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছে নক্তচরের দল।
হে কবি! তোমার দুয়ারে একগুচ্ছ কবিতা নিয়ে এসেছে সোনালী জোছনা। এখনো কি তুমি প্রস্বাপনে নিমগ্ন!
হে কবি উঠো! উঠো, মহিয়ানের বিশেষ আয়োজনে শরিক হও; সিক্ত হও স্নেহ শীতল করুনাধারায়। পান করো অমিয় সুধা।
কবির ঘুমের আকাশে কালো বারিনিধি বিদূরিত হলো। কবি কথা বলছে, দুলে উঠছে রহস্যের পর্দা, বাতাসে গভীর মৌনতা। যেন কবির চিত্তালোকে নেমে এসেছে জোস্নাধারা।
কবি আবৃত্তি করছে যেন আকাশ থেকে নেমে আসছে সাড়া। তার চেতনার প্রতিটি তন্ত্রিতে বেজে উঠছে, শব্দহীন সুর। সুরের তরঙ্গে হেসে উঠছে সমুদ্রের হিল্লোল। কবির প্রতিটি শব্দ যেন প্রাতের উচ্ছ্বাস।
কবির প্রেমের প্রস্রবণে যেন সকল আত্মার তৃষ্ণা। সকল আত্মা চরম শান্তি ও পরম আবেগ নিয়ে যেন বলছে, হে প্রিয় কবি! বঞ্চিত হৃদয়ে, সঞ্চিত আবেগে তোমার দুয়ারে এসেছি। ধরা দাও, একবার পান করবো তোমার কাব্যলিপি।
®
সিলেট,হবিগঞ্জ
No comments:
Post a Comment