সোজা হয়ে দাঁড়াবো বলে
পার্থ সরকার
সোজা হয়ে দাঁড়াবো বলে
চলমান সিঁড়িতে...
যা বস্তুতঃ রক্তে কাটা
যা বস্তুতঃ সোজা উপরে উঠে কৃষ্ণ গহ্বরের দিকে চলে যায়
এবং সেটা বোমারু বিমানের তুচ্ছতা পাওয়ার পর...
বিদগ্ধ আমি তাতেও ভ্রূক্ষেপহীন
যদিও রঞ্জন আমার চেয়ে আরো বেশি উচ্চকিত
এই চলমান সিঁড়িতে সোজা হয়ে দাঁড়াবে বলে
আর নীচের দিকে থুতু ফেলেই চলে
আর তখন বিচলিত আমি
স্পষ্ট বুঝতে পারি
আমিই কবিতা লিখি
আমি কবিতাই লিখি
কেননা, আমি থুতু উপর দিকে ছুঁড়ি ।
No comments:
Post a Comment