Sunday, February 2, 2020

একুশে ফেব্রুয়ারি 


নাসির উদ্দিন



তারিখঃ২/২/২০



একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
শতশহিদের খুন-
ঝরেছে তোমার মাঝে,
শতমায়ের কান্না-
ভেসেছে সকাল-সাঁঝে।
ভাইহারানো বোনেরা
করেছে শোকে মাতোম,
বোন হারিয়ে ভায়েরা
কেঁদেছে যে হরদম।
তুমি এলে ভেসে আসে 
ওই বেদনার স্বর,
সন্তানহারা যে মা
কেঁদে হয়েছে কাতর।
তুমি এলে ভরে ওঠে
ওই শহিদমিনার,
ভালোবাসার পুষ্পে
আপামর জনতার।
তুমি এলে মনে পড়ে
সে শহিদদের কথা,
যাদের খুনে পেয়েছি
প্রিয় এই স্বাধীনতা।








নাসির উদ্দিন, শিক্ষক, শহীদ লেঃ জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, আর্টিলারি সেন্টার, হালি শহর, চট্টগ্রাম। 

No comments: