Thursday, January 16, 2020

কবিবেলা পত্রিকার যুগ্মসংখ্যা প্রকাশ 


 **************************************
ডাঃ তারক মজুমদারঃ-  উঃ২৪পরগনার ইছাপুর থেকে প্রকাশিত “কবিবেলা”পত্রিকার চতুর্থ ও পঞ্চম বর্ষ যুগ্ম সংখ্যা ২০১৯ প্রকাশ সহ একটি মনোজ্ঞ সাহিত্যানুষ্ঠান হয়ে গেলো উক্ত পত্রিকা দপ্তরে ,গত ৫ই জানুয়ারী,২০২০ রবিবার বিকাল ৪টে। অনুষ্ঠানে অতিথির পদ অলংকৃত করেন -ডাঃ রবীন্দ্র নাথ সরকার  উৎপল ত্রিবেদী  তরুণ কুমার দে। অতিথি দের ফুল দিয়ে বরণ করে নেন শ্রীময়ী দত্ত। তারপর ছিল অতিথি দের সংক্ষিপ্ত অমূল্য বক্তব্য। 

                    অনুষ্ঠানে উক্ত পত্রিকার যুগ্ম সংখ্যা প্রকাশ করেন অতিথি বৃন্দ। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন -- প্রবীর ভদ্র  দীপ দুলাল বিশ্বাস  রণজিৎ ঝা  রঞ্জিত মালো  উৎপল ত্রিবেদী  শ্রীমতি নীতি ত্রিবেদী  কৃষ্ণাঘোষ  অসীম কুমার বিশ্বাস  তরুণ কুমার দে  বাবুলাল দাস  শিশির দাশগুপ্ত  তপোব্রত মুখোপাধ্যায়  দ্বিজেন আচার্য  নির্মাল্য দাশগুপ্ত   ডাঃ রবীন্দ্র নাথ সরকার  ডাঃ তারক মজুমদার  উজ্জ্বল গোস্বামী  পার্থ সরকার  সুব্রত রায়  অরিন্দম বারিক  সন্ধ্যাধাঁড়া  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন - আমাদের প্রিয় কবি সাহিত্যিক উৎপল ত্রিবেদী । 

No comments: