চবির ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ
গত ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, বিকাল ৩টা হতে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে "স্মৃতিময় ক্যাম্পাসে প্রীতির বন্ধনে" এই স্লোগানে চবির ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ আরিফ, শেফায়েত হোসাইন, মুনিরুল আলম মুনির, দাউদ আরেফীন, মাসুম বিল্লাহ মাহদী, মুবারক হোসেন, মোজাম্মল হোসেন, সাদিক খান, লাবিব হাসান, মুনাব্বির, সুমাইয়া বিনতে কামরুল প্রমুখ।
দেশের কল্যাণে কাজ করতে এবং জাতি ও উচ্চ শিক্ষায় ভূমিকা রাখতে এলামনাই'র সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক চবির ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান ও পুরানো শিক্ষার্থীদের প্রতি আহবান করেন। এলামনাই সাধারণ সম্পাদক ও পুনর্মিলনী উৎযাপন পরিষদের আহবায়ক ব্যাংকার মোহাম্মদ আবদুল আজিম এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতেও পাশে থাকার আশা ব্যক্ত করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরক:
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সদস্য, ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
No comments:
Post a Comment