🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
বৃষ্টিভেজা একটি দিন
কাঁকন খাঁড়া
সকাল থেকেই weather টা কেমন একটা,মন কে উদাস করে দেওয়ার মতো। ভেজা স্যাঁতস্যাঁতে....তবে স্নিগ্ধ, যেন নরম দুটো হাত দিয়ে ক্লান্ত শরীর টাকে জড়িয়ে ধরে বলছে.."অনেক তো হল,এবার একটু ছুটি দে"
সামনেই part-।। exam,খুব রাগ হয় ঐ বাঁশের factory র ওপর...আরে মানে Calcutta University আর কি হতে পারে। এরম আদুরে weather এ ভালো লাগে বল পড়াশোনা করতে?। জানিস.. সেই যে তোর সাথে উত্তরের অলিগলিতে ভরদুপুরে কোলকাতা কে খুঁজে বেরিয়েছিলাম, খুব মনে পড়ছে সেই দিনটার কথা ঐ দুপুর টার কথা। ট্রামের মধ্যে আমার পাগলামি দেখে খুব হেসেছিলি....মনে আছে?? পড়ছিস হয়তো এখন খুব ব্যস্ত, সেটাই তো স্বাভাবিক কিছুদিন পরেই যে exam। তবে আমার না এখন আবার কোলকাতা য় হেঁটে বেড়াতে ইচ্ছে হচ্ছে। Race Course ধরে যে রাস্তাটা Red Road হয়ে Parkstreet বেরিয়েছে ঐ রাস্তাটা দিয়ে, গড়ের মাঠে একটু ছুটে বেড়াবো বা গাছের নিচে বেঞ্চে কিচুক্ষন বসব, তারপর সোজ্জা বাবুঘাট... না না.. মায়ের ঘাট। তখন তো ওখানে খুব ভিড় থাকে না তাই না? মাটির ভাড়ে গরম চা সাথে তেলেভাজা। যাবি আমার সাথে??
আস্তে আস্তে বিকেলের আলো নিভে আসবে, দীর্ঘ ক্লান্ত একটি দিনের অবসান...আর তোর বলা সেই কথাগুলি আবার বলবি..." ভেজা হাওয়ায় ভিজে যায় শেষ বিকেলের শহুরে ব্যস্ততা,উড়ে যাওয়া বিকেলের ডাকে Red Road এঁকে ফেলে আস্ত এক ধূসর পান্ডুলিপি"। আর তারপর শহর সাজবে ঝলমলে কৃত্তিম আলোয়।আমাদের পছন্দের রাস্তায় জ্বলে উঠবে নিয়নের আলো,বৃষ্টিভেজা স্যাঁতস্যাঁতে হাওয়া জানান দেবে তার আদুরে উপস্থিতি। এইভাবেই শেষ হবে ব্যস্ততম দিনে আমাদের একসাথে কাটানো কিছু মুহুর্ত। শুধু ঘড়ি বিহীন সময়টি সাক্ষী থাকবে সবকিছুর, দুজনের কিছু বলতে না পারা কথা,স্বীকার করতে না পারা কিছু অনুভূতি। হয়তো বা শেষ পথে মনের কোনে বেজে উঠবে গানের কিছু line...
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
নাম- কাঁকন খাঁড়া
ঠিকানা- হাটপুকুর জি. আই. পি, রামরাজাত,
হাওড়া ।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
রম্য ছড়া
পাশের বাড়ির মধুমতি
No comments:
Post a Comment