Friday, November 1, 2019

কবিতা

   যদি চায়

        শ্যামলী বালা (বিশ্বাস)


মন যদি চায় তোমার আধ বোজা হৃদয়েৱ
বৃদ্ধাশ্রমে লুটোপুটি খেলতে!
এবড়ো খেবড়ো মাংসল পিন্ড
সোহাগেৱ ৱ্যাঁদা দিয়ে মসৃণ কৱে,
কুঁদ বাটালি দিয়ে খোদাই কৱে
অসংখ্য সুগন্ধি ফুল দিয়ে
পৱিপাটি কৱে সাজিয়ে ৱাখি!
মণবৰ্মা সেগুনেৱ সুপালিশ খাটেৱ
ছদৱিতে যদি ৱজনীগন্ধাৱ
সুগন্ধি মালা ঝোলে!
যদি প্ৰাণ ভোমৱা আকুল হয়!
সমুদ্ৰেৱ উত্তাল ঢেউ দুটি পিপাসু
হৃদয়েৱ অক্সিজেন উত্তেজনাৱ
ঔষুধে উন্মত্ত ক'ৱে সঙ্গমকে সাহায্য ক'ৱে হৃদয় তাপ মোচন কৱে!
হৃদয় বাঁশিতে ধ্ৰুপদী গমক
লাগিয়ে অজানা সাধনাৱ শিখৱ চূড়ায় বসতি গ'ড়ে স্বপ্নেৱ  সুখসংসাৱ গ'ড়ে
সুখযাপন কৱে তবে ক্ষতি কি?
আশাৱ ফল নিৰ্বীজ হলেও ফল তো?





বাগনান এন ডি ব্লক হাওড়া
পশ্চিমবঙ্গ।

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄



🎄🎄নবী মুহাম্মদ (সা)
      মোহাম্মদ ইমাদ উদ্দীন


 বিশ্ব যখনি অজ্ঞতা, অনাচার 
কত কুসংস্কারে নিমজ্জিত। 
মানবতার মুক্তির বার্তা নিয়ে, 
মা আমেনার কোলে তখনি 
আগমন করেন নবী মুহাম্মদ (সা)। 
সৃষ্টি যদি তাঁকে না করত খোদা তাআলা, 
সৃষ্টিই না হয়ত এই বিশ্ব জাহান। 
হলেন যিনি সৃষ্টি জগতের সেরা, 
মানবতার মুক্তি ও শান্তি স্থাপনে 
করে গেছেন বিরল দৃষ্টান্ত। 
কে ধনী, কে গরীব?  
কে হাবশী গোলাম, কে কুরাইশ? 
নেই কোনো ভেদাভেদ। 
এই মর্মে ঘোষণা দিলেন যিনি, 
তিনিই নবী মুহাম্মদ (সা)।

কবিতা প্রেরক :
 মোহাম্মদ ইমাদ উদ্দীন।  
C/O, মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০),  চন্দনাইশ, চট্টগ্রাম,বাংলাদেশ।

No comments: