Sunday, September 8, 2019

বিলীন😂 শাকিল

বিলীন
  শাকিল আহমেদ


কত শত্রু হয়েছে মিত্র আমার; তুমি হওনি একটাও! মহানিশার পূর্নিমা গিলেছি একাই, গিলে গিলে শরীরে নামিয়েছি জ্বর- সেই জ্বর আরোগ্য হয়েছে সাতচল্লিশ দিন পর; আরোগ্য পেয়েছি পূর্নিমার জোছনা গিলেই। গিলেছি একা, আসোনি তুমি; এসেছিল নিশাকান্ত। 

কত শত্রুর দেখেছি মায়া- যেন তমিস্রায় আলো ফুটে! কত মানবের ক্রোধ করেছি যবনিকাপতন; পারিনি তোমাতে আলো-আঁধারে প্রেম চাষ করতে। যতটুকু করেছিলাম চাষ হয়েছে ধ্বংস অনিয়মে।নিয়মে কিংবা অনিয়মে পুরোটাই জর্জরিত বেদনা সহিত ধ্বংস। 
কত মরা পুষ্প'বৃক্ষ পেয়েছে প্রাণ, পুষ্প সজ্জিত করেছে ডাল-পালা; পুষ্প পায় তোমার খোপা!আমার ছাঁদের কার্নিশে খরা নামে ফুল মরে, সৌন্দর্য হয় কুৎসিত - পচে হয়েছে বিলীন। ফুল পচে পচে হয় নষ্ট। পুষ্পের সমাধি হচ্ছে ডাস্টবিনে; ঘ্রান নিচ্ছে কুকুর।
কত রজনী গেছে রসাতলে ! মদের বোতলে অস্তিত্ব মিলেছে তোমার। মদের বোতলের পাশে, টেবিল ভর্তি জর্জরিত বেদনায় কত মৃত্যু হয়েছে আমার- মদ গিলতে গিলতেই কত হয়েছি কাবু; চোখ হয়েছে রক্তলাল- নেমেছে নীল বেদনা।মসজিদের সামনে শখ করে ডেকেছিলাম তোমায় শান্তি। কে জানতো তুমিই সর্বসেরা অশান্তি।






No comments: