বিস্তারিত: www.banglasahittos.blogspot.com
আকাশেই আঁকা আঁখি
©মম
আকাশ পরে
আছে আঁকা
আমার দু-আঁখি।
তা দিয়েই আমি সদাই দেখতে থাকি।
কে বলে আকাশ শুধুই নাকি
এক মহাফাঁকা?
আমার ও দু আঁখি থেকে
শুধুই প্রেম ঝরে পড়ে।
আমার দৃষ্টি
শুধুই গড়ে
অনন্ত সৃষ্টি।
অশেষ দৃষ্টান্ত যায় রেখে।
এই যে আমার আঁখি মেলে চাওয়া
এ আমার অফুরান পাওয়া।
No comments:
Post a Comment