Saturday, August 24, 2019

Kobita

বিস্তারিত:
www.banglasahittos.blospot.com


দোসর বৃষ্টি রাতে –
শম্পা মনিমা

এই অবেলায় প্রিয় ভালোবাসার শেষ ফুল দেবো
স্বয়ংক্রিয়ভাবে যা ছিল সবচেয়ে প্রয়োজনীয়
কেবল তোমার জন্য –
এই বনানী কাছে
এই প্রিয় সমুদ্র কাছে
ফুল পাখি গান বন্ধুত্ব নিয়ে আর লিখবোনা
শর্ত রাখলাম কেবল তোমার জন্য।

ঘূর্ণয়মান নির্দেশে ছুটি পাওয়া অহংকারে 
তল্লাশি করে শ্লেট রঙের আকাশ ছিঁড়ে 
আজ বৃষ্টি নিবিড়পথে নামে তছনছ করে
এত নির্জনতায়
পায়ের শব্দ ঘর ভিজে যায়
দাঁড়াবো কোথায়?

জানতে চাওনি
আমি কেন বদ অভ‍্যাসে যন্ত্রণা নিয়ে
আবশ্যক জীবনে গাঢ় স্বরে উদ্দেশ্যহীন দেহে
ছড়িয়ে যাওয়া বৃষ্টির রাতে অপেক্ষা গুনছি।

ক্রমশ সৃষ্টির প্রাগৈতিহাসিক উৎসব গিলছে
প্রবাহিত নীল ধাবমান অন্ধকারে
বুকের নির্বাচিত বৃষ্টি বিজনে থাকে ,অভিসারে 
তবুও জানতে চাওনি আসি কেন একাকী
একি শুধু ভুমিকা তোমাকে পাবার?

লিখবো না গান
শর্ত রাখলাম কেবল তোমার জন্য।

No comments: