ঘটে যাবে জানি
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
কিছু একটা ঘটা চাই—
ঘটনার ঘনঘটা নয়৷
ভাদ্রর আকাশশোষা রোদ
গুমরে ওঠা বান৷
কিছু একটা ঘটা চাই৷
বান বাণে জজ্জরিত
শুকনো চিঁড়ে ভিজে পাঁক৷
তোমার হৃদয়?
কিছু একটা ঘটা চাই,
ঘটনার ঘনঘটা নয়৷
নাটকীয় ওঠাপড়া নয় কোনে মতে৷
সাদামাটা মেঠে পড়া দুধের মতন৷
যে পাঁপড়িগুলো আপনি তুমি খোলো
গন্ধলোভী হয়ে
খুলে দাও আরও একবার৷
আটকে থাকা শিশিরগুলো
টসটস করে পড়তে দাও
পরিব্যাপ্ত গুমরে ওঠা বানে৷
গুটিয়ে যাক উচ্ছ্বসিত কানাকানি
চিরতরে চিরশ্রান্তিতে৷
ঘুম আসছে—ঘুম—রাতজাগা৷
জাগিও শিশির ধোওয়া ভোরে৷
কিছু একটা ঘটে যাবে জানি
আশাহত আকাঙ্ক্ষিত
অনাদৃৃত দুচোখে দাঁড়ালে৷
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
ডাঙাপাড়া, ডাক : কালনা
জেলা: পূর্ব বর্ধমান৭১৩৪০৯
No comments:
Post a Comment