Monday, May 6, 2019

Panchami Gole 115/F, Balia Park, East Balia Garia, Kolkata-84.

দহনের পরে/পঞ্চমী গোল।শীতল বাতাস মন্দ মৃদুস্তব্ধ সন্ধ্যা বেলাতপ্ত দিবস ক্লান্ত দেহেভাসায় ঘুমের ভেলা।গ্রীষ্ম প্রখর তপ্ত তাপেবাষ্প শরীর ঝরেগাছগাছালি পাখপাখালিঝলসে প্রাণে মরে।ঠিক তখনই বোশেখ দিনেরআকুল আমন্ত্রণেঝড় এসে যায় ঘূর্ণি হাওয়ায়খুশি ছড়ায় মনে।এমনি করে নিদাঘ কালেজীবের মনেপ্রাণেতপ্ত বেলার বন্ধু হয়েমুক্ত বায়ু আনে।


Panchami Gole
115/F, Balia Park, East Balia 
Garia, Kolkata-84.

No comments: