শহরটা ভালো নেই /
কাজী জুবেরী মোস্তাক
বিশ্বাস করুন আমরা ভালো নেই আজকে এ শহরে ;
মৃত্যু যেনো প্রতিনিয়ত ওত পেতে আছে শহর জুড়ে ,
স্বাভাবিক মৃত্যুর কোনই গ্যারান্টি নেই আজ শহরে ।
এ শহরের বাতাসেও আজ লাশের গন্ধ ছেয়ে গেছে ;
এ শহর আজ যেনো লাশের উপরেই দাঁড়িয়ে আছে ,
মানুষগুলো এখানে নিয়মিত ঠিক অপঘাতে মরছে ।
শহরের প্রচ্ছদ জুড়ে মৃত্যুর নগ্ন উল্লাস বয়েই চলছে ;
নতুন মলাটে পুরনো শহরের সিলেবাস একই আছে ,
কখনো সড়কে কখনো আগুনে মানুষ ঠিকই মরছে ।
এ শহরে আজ মৃত্যু মানেই আগুনে পুড়ে পুড়ে মরা ;
নয়তো কোন সড়কে গাড়ি চাপা খেয়ে মরে যাওয়া ,
মৃত্যু যেনো এ শহরে আজ পানির দামে কিনে নেয়া ।
এ শহরটাই আজ যেনো এক বিশালাকার মৃত্যুপুরী ;
সড়ক আর অট্টালিকার ভাঁজেই নিজের গোর খুঁড়ি ,
সড়কে যদিবা বেঁচে ফিরি আগুনে ঠিকই পুড়ে মরি ।
3 comments:
জনজীবনে মৃত্যু যে ছেলেখেলার মতোই
কবির উপলব্ধিতে সুন্দর ভাবে ধরা দিয়েছে।
হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো
অনুপ্রাণিত হলাম প্রিয়
Nc
Post a Comment