Saturday, May 11, 2019

করো মার্জনা ( কবিতা ) কাওসার আহমেদ




দৈনিক  জানতে






করো মার্জনাকাওসার আহমেদ

-------------------------
ওহে পরম করুণাময়,
সৃষ্টি কর্তা আমার।
নত শিরে কর জোরে,
দাঁড়িয়েছি তব দরবার।
পাপাচারে ভরা জীবন,
পূণি নেই আমার।
শিঙ্গল সমুদ্র থেকেও
বড় পাপের পাহাড়।
তুমি তো অসিম দয়াময়,
অগনিত দয়ার সাগর।
তোমার দয়ার জোছনায়
আলোকিত পাপিষ্ঠ নগর।
তুমিই তো বিচার দিনের
অপার করুণা কামী।
তুমিই তো রহিম রহমান
গাইবী অন্তর যামী।
ওগো রক্ষা করো মোরে
হাসরের ময়দানে।
পাপ বিনে পূণ্য করিনি,
এই সুধাময়ী জীবনে।
ওহে প্রভু পূণি করিনি কভু, তবু আমার এই টুকু প্রার্থনা। গোলাম জানিয়া পাপিষ্ঠ
এই আমাকে কর মার্জনা।

No comments: