Saturday, May 4, 2019

কক্সবাজারের কবি আহমেদের একটি কবিতা

নি:শব্দ





একদিন এখানে এলে মৃত্যু ৷

আরো বহু বছর ঘুরে,আবর্তিত সমস্ত দিনের শেষে-পূনরাবৃত্তি ছিলোনা এমনো এক অনার্দ্র বিকেলঘর ঠিক নতজানু সময়ের কাছে,আমি অসহায়
কাছের একটি দেয়াল এবং চোখ
পরস্পর জিজ্ঞাসার মতো করে যাবে আবারো
 নিবিড় সংলাপ ৷

ঝুলে যাওয়া গ্রীবা ত্বক,সাদাটে চুল
রূক্ষস্বরে শেষোক্ত আওয়াজ
যেনো আর পারছিনা,বয়ে নিতে এ জীবন 
অস্বস্তির ভেতর দীর্ঘশ্বাস রেখে রেখে আর কতো হবে
সেদিন বিশদ দূঃখ সঙ্গোপন৷

দাঁড়িয়ে থাকবোনা আর,দিনান্তে ছেড়ে যাবে রাতের হুইশেলে রোজকার একেকটি গাড়ি
শুধু সন্ধ্যামুখো চোখে দ্যাখে যাবো মুহুর্তেই 
বিলীন হতে থাকে শরীরের সমস্ত ঘ্রাণ৷

আহা!একদিন এখানে এলে মৃত্যু
আমি পারবোনা তোমাকে রেখে যেতে এখানে এভাবে
যে জীবন আমিও পান করেছি প্রতিটি ঔষুধ ডোজের মতো-

বরং বিগত সব শীতের দিনের মতো এলে আবার সকাল-তোমাকে রেখে যাবো আমার শেষ চোখ জলকণায়৷

No comments: