Wednesday, April 17, 2019

পলায়ন
দালান জাহান
ভিন্ন গ্রহী একজন মানুষ
গভীর রাতে রাস্তার নাক ধরে টানছে
এত আয়েশে শুয়ে আছিস কেন ?
রাস্তা রেগে গিয়ে বললো
কোথা থেকে এলে বোকা ?
সময় থাকতে শুয়ে পর রক্ত পাবি
লবনাক্ত মানুষের রক্ত।
হঠাৎ মাথায় অক্সিজেন নিয়ে
দৌড় দিল জৈবিক ক্ষুধা
সিগারেট ধরিয়ে ছুড়ে মারলো
পুড়িয়ে মারার দক্ষ শিকারি
দিনের মতো ফর্সা হলো রজনী।
ভিনগ্রহী চিন্তায় পড়ে গেল
এখানে দেখছি প্রদীপ জ্বলে না
বিদ্যুতের খুঁটি জ্বলে
মন জ্বলে না মানুষ জ্বলে
ইট জ্বলে না বিল্ডিং জ্বলে
দালান জাহান
নলুয়া সখিপুর
টাঙ্গাইল
01737421303

No comments: