Thursday, August 31, 2023

আমি কেন গরিব অধম - পূর্ণিমা রায়




আমি কেন গরিব অধম 
পূর্ণিমা রায়



গরিব অধম বলে ধনী -
  তুমি কেন আমায় কাঁদাও? 
         কেনই বা অধম আমি 
                তা তোমাকে সুধাও?
হতাম যদি তোমার মত, 
       থাকত না কেউ আমার মত, 
তবে কোথায় থাকত তোমার কদর। 
        যদি মিলে-মিশে হয়ে যেত 
               এক নাম এক অক্ষর। 
তখন পেতে কী দাস তোমার খুঁজে? 
         কেইবা থাকিত তোমাকে আঁকড়ে? 
        আমি সেই পলির কালো কাদা 
     যাকে দেখিতে নাহি ভালো লাগে -
              তোমার মত সাদার। 
সেই পলি মাটির গুণ বুঝি
         তোমার নাহি জানা,
যেখানে ফলানো হয় সোনার শস্যদানা
    ধরনীর কাছে মাটির মানুষ, 
    পৃথিবীর মাঝে কঠোর শ্রমিক,
তাই তো আমি তোমারি কাছে -
       শুকনো ধূলিবালা। 
কর আজ্ঞা যখন -তখন
      উড়ে গিয়ে পড়ি তোমারি মতন 
             এ বলেই আমি অধম। 

নাম :
গ্রাম:কালিকাপুর 
উপজেলা :সদর 
জেলা :দিনাজপুর