Thursday, October 28, 2021

শহীদদের স্মরণে - আমাতুল্লাহ তাসনীম স্বর্ণা

শহীদদের স্মরণে

 আমাতুল্লাহ তাসনীম স্বর্ণা



পশ্চিমা দস্যুর অন্যায়- অবিচার
বাংলার আকাশে উদিত হয়েছিল মৃত্যুর হাহাকার
   হে বীর সেনারা
বাংলার ১৮ কোটি প্রাণ
 তোমাদেরই দান
বাঁচাতে বাংলা ও বাঙালিকে
উৎসর্গ করেছিলে তোমাদের জীবনকে
আজকের বাংলা তোমাদের অবদান
অমর তাই, আজো হয়ে আছো অম্লান
জানি,
বাঙ্গালীর হাসির মাঝে
শহীদদের আত্মা লুকিয়ে আছে
বিশ্বের বুকে জন্মেনি এমন বীর
বাঙালি আজ করে গৌরব, উচ্চ করে শির
বুকে সাহস, চোখে স্বপ্ন নিয়ে
লড়েছিলে জীবন দিয়ে
দেশপ্রেমিক' কাকে বলে
বিশ্বকে সেদিন দেখিয়ে দিলে
রক্তের বিনিময়ে,
     বিজয় ছিনিয়ে
ফিরিয়ে দিয়েছিলে স্বাধীনতার সোনালী সকাল
হাজার বছরের ঐতিহ্য মুক্তি পেয়ে আজ
ছুটছে নতুন দিগন্তে আঁধার সরিয়ে। 
তোমাদের স্মরণে
গর্বের জল পড়ে নয়নে
যতদিন বাঙালি বাচিয়া থাকিবে
শ্রদ্ধাভরে তোমাদের স্মরণ রাখবে
তোমাদের প্রতিদান, রক্তের ঋণ
ভুলবোনা কোনদিন।


আমাতুল্লাহ তাসনীম স্বর্ণা
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী 
মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ,
নেত্রকোনা, বাংলাদেশ।