Friday, March 26, 2021

শেখ হাসিনা কত বার সংসদ সদস্য নির্বাচিত হন ? শেখ হাসিনা কত বার প্রধানমন্ত্রী হন ? শেখ হাসিনা প্রথম সংসদ সদস্য হয় ১৯৮৬ সালে ( বিরোধী দল)। শেখ হাসিনা দ্বিতীয় বার সংসদ হয় ১৯৯১ সালে (বিরোধী দল)। শেখ হাসিনা তৃতীয় বার সংসদ সদস্য হয় ১৯৯৬ সালে ( শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হয় ১৯৯৬ সালে)। শেখ হাসিনা চতুর্থ বার সংসদ সদস্য হয় ২০০১ সালে ( বিরোধী দল)। শেখ হাসিনা পঞ্চম বার সংসদ সদস্য হয় ২০০৮ সালে ( কিন্তু ২০০৯ সালে হয় দ্বিতীয় বার প্রধানমন্ত্রী)। শেখ হাসিনা ষষ্ঠ বার সংসদ সদস্য নির্বাচিত হয় ২০১৪ সালে ( তৃতীয় বার প্রধানমন্ত্রী)। শেখ হাসিনা সপ্তম বার সংসদ সদস্য হয় ২০১৮ সালে ( চতুর্থ বার প্রধানমন্ত্রী) । সুতরাং শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত মোট সাত বার এবং প্রধানমন্ত্রী হয় মোট চার বার । বাংলাদেশ সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হল শেখ হাসিনা ।

 


No comments: