Monday, April 27, 2020

কল্পন
________
নতুন দিনের নতুন আলোকে
রবির কিরণ মাখি, নীলাকাশে
মেঘবালিকারা,উল্লাসী কৌতুকে
মাতি, লুকোচুরি খেলে অবিরাম
দিগন্তরে,বাহি নাও,পাল তুলি।

আমি আছি বসে,বাতায়ন পথে
নিশ্চুপ, একাকী;মন-মুসাফির
ছুটে চলে কল্প-লোকে, দেশান্তরে;
বেদুইন বেশে হাঁ টি মরু-দেশে,
মৃগতৃষ্ঞিকা রাখি অবজ্ঞাভরে।

আবার, কখনও শেরপা সাজে
বরফের দেশে শৃঙ্গ করি জয়;
অসম্ভবকে সম্ভব করি 'হেলে,
আঁকি পদচিহ্ন প্রকৃতির বুকে,
ঘোষিত করি সফলতা হরষে:

চকিতে বিলীন,সব অবসান,
নিঠুর বাস্তব,হয় না এমন।

__________________________






ঠিকানা:-
          উজ্জ্বল কুমার মল্লিক
          জয়পুর, প্রফেসর-পাড়া
           মগরা (৭১২১৪৮)

No comments: