Tuesday, February 11, 2020

শিশু বাচ্চাদের ইসলামিক নাম । শিশু মেয়েদের নাম । শিশু ছেলেদের নাম ।

রক্তেমাখা ফেব্রুয়ারি 
 রানা আহম্মেদ 

যে ভাষা জন্ম না নিলে 
সূর্য উঠতো না পূর্বে এবাংলায়,
যে ভাষা জন্ম না নিলে 
সূর্যটা আর ডুবতো না সন্ধায়।।

যে ভাষা আছে বলে তাই 
আমরা পেয়েছি স্বাধীন বাংলার, 
যে ভাষা আছে বলে তাই 
আমরা পেয়েছি মায়ের বুলির ঘ্রাণ।।

সূর্যোদয় হতে সূর্যাস্ত গেয়ে যায় এক গান 
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ, 
গোধুলির রাঙা আগুন সন্ধা শোনায় রাতকে গান 
বাংলা আমার মায়ের ভাষা বাংলা যে আমার প্রাণ। 

মাগো মোরা ভুলিনি আজও ঐ দিনটির কথা 
রক্তে যেদিন রাজপথ হয়েছিলো যে সবটাই রাঙা, 
সালাম বরকত রফিক জব্বার লাশের ঐ ব্যর্থা
মাগো মোরা ভুলিনি আজও ঐ দিনটির কথা। 

আজ মা মোরা স্বাধীন জাতি
করছে না কেউ আর ক্ষতি,
আমারা মা তবে কেনো
সংয়বরা হয়ে নিজেরা যুদ্ধ করি। 

যুদ্ধ চাইনে মা যুদ্ধ চাইনে 
থাকতে চাই মোরা স্বাধীন, 
বাকযুদ্ধ মোর চলবে চিরকাল 
যারা চাই করতে পরাধীন। 

ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রক্তেমাখা ফেব্রুয়ারি
তোমার জন্য মোরা পেয়েছি মোদের মুখের বুলি,  
ক্ষত বিক্ষত হয়ে যাবে গাঁ কসম রক্তের 
রাজাকারের সাথে আরি, রক্তেমাখা ফেব্রুয়ারি।। 






লেখকের পরিচয়ঃ- 
নামঃ- রানা আহম্মেদ 
গ্রামঃ-আনন্দনগন, ডাকঃ- মূল ত্রিবেনী 
থানাঃ- শৈলকূপা, জেলাঃ- ঝিনাইদহ 





















জেনে নিন মেয়ে শিশুর চমৎকার ৫২৮ টি ইসলামিক নামের বাংলা অর্থ
ইসলামিক নাম শিশুর জন্য বেহেশত দরজাও খুলে দিতে পারেন।  হাদিস , “এক ব্যক্তি নামাজ পড়তনা, গুনাহগার ছিলো, কিন্তু তার নামটা কোন এক নবীর নামে ছিল। প্রতিদিন যখন লোকজন তাকে ওই নামে ডাকত, তার নামে সওয়ার যুক্ত হত। এইভাবে শুধুমাত্র নামের জন্য উনি বেহেস্তে যান। তাই শিশুদের সুন্দর ইসলামিক নাম যেমন সামাজিক দিক থেকে গুরুত্বপুর্ণ তেমনি ধর্মের দিক থেকেও। 
=============================
১.আফরা = অর্থ = সাদা
২.সাইয়ারা = অর্থ = তারকা
৩.আফিয়া =অর্থ = পুণ্যবতী
৪.মাহমুদা = অর্থ = প্রশংসিতা
৫.রায়হানা = অর্থ = সুগন্ধি ফুল
৬.রাশীদা = অর্থ = বিদুষী
৭.রামিসা = অর্থ = নিরাপদ
৮.রাইসা =অর্থ = রাণী
৯.রাফিয়া = অর্থ = উন্নত
১০.নুসরাত = অর্থ = সাহায্য
১১.নিশাত = অর্থ = আনন্দ
১২.নাঈমাহ = অর্থ = সুখি জীবন যাপনকারীনী
১৩.নাফীসা = অর্থ = মূল্যবান
১৪.মাসূমা = অর্থ = নিষ্পাপ
১৫.মালিহা = অর্থ = রুপসী
১৬.হাসিনা = অর্থ = সুন্দরি
১৭.হাবীবা = অর্থ = প্রিয়া
১৮.ফারিহা = অর্থ = সুখি
১৯.দীবা = অর্থ = সোনালী
২০.বিলকিস = অর্থ = রাণী
২১.আনিকা =অর্থ = রুপসী
২২.তাবিয়া =অর্থ =অনুগত
২৩.তাবাসসুম =অর্থ = মুসকি হাসি
২৪.তাসনিয়া = অর্থ = প্রশংসিত
২৫.তাহসীনা = অর্থ = উত্তম
২৬.তাহিয়্যাহ = অর্থ = শুভেচ্ছা
২৭.তোহফা = অর্থ = উপহার
২৮.তাখমীনা = অর্থ = অনুমান
২৯.তাযকিয়া = অর্থ = পবিত্রতা
৩০.তাসলিমা = অর্থ = সর্ম্পণ
৩১.তাসমিয়া =অর্থ = নামকরণ
৩২.তাসনীম = অর্থ = বেহেশতের ঝর্ণা
৩৩.তাসফিয়া =অর্থ = পবিত্রতা
৩৪.তাসকীনা =অর্থ = সান্ত্বনা
৩৫.তাসমীম =অর্থ = দৃঢ়তা
৩৬.তাশবীহ =অর্থ = উপমা
৩৭.তাকিয়া শুদ্ধ চরিত্র
৩৮.তাকমিলা =অর্থ = পরিপূর্ণ
৩৯.তামান্না = অর্থ = ইচ্ছা
৪০.তামজীদা = অর্থ = মহিমা কীর্তন
৪১.তাহযীব = অর্থ = সভ্যতা
৪২.তাওবা = অর্থ = অনুতাপ
৪৩.তানজীম = অর্থ = সুবিন্যস্ত
৪৪.তাহিরা = অর্থ = পবিত্র
৪৫.তবিয়া = অর্থ = প্রকৃতি
৪৬.তরিকা = অর্থ = রিতি-নীতি
৪৭.তাইয়্যিবা = অর্থ = পবিত্র
৪৮.তহুরা = অর্থ = পবিত্রা
৪৯.তুরফা = অর্থ = বিরল বস্তু
৫০.তাহামিনা = অর্থ = মূল্যবান
৫১.তাহমিনা = অর্থ = বিরত থাকা
৫২.তানমীর ক্রোধ প্রকাশ করা
৫৩.ফরিদা =অর্থ = অনুপম
৫৪.ফাতেহা =অর্থ = আরম্ভ
৫৫.ফাজেলা =অর্থ = বিদুষী
৫৬.ফাতেমা =অর্থ = নিষ্পাপ
৫৭.ফারাহ =অর্থ = আনন্দ
৫৮.ফারহানা =অর্থ = আনন্দিতা
৫৯.ফারহাত =অর্থ = আনন্দ
৬০.ফেরদাউস বেহেশতের নাম
৬১.ফসিহা =অর্থ = চারুবাক
৬২.ফাওযীয়া =অর্থ = বিজয়িনী
৬৩.ফারজানা =অর্থ = জ্ঞানী
৬৪.পারভীন =অর্থ = দীপ্তিময় তারা
৬৫.ফিরোজা =অর্থ = মূল্যবান পাথর
৬৬.ফজিলাতুন =অর্থ = অনুগ্রহ কারিনী
৬৭.ফাহমীদা =অর্থ = বুদ্ধিমতী
৬৮.ফাবিহা বুশরা =অর্থ = অত্যন্ত ভাল শুভ নিদর্শন
৬৯.মোবাশশিরা =অর্থ =সুসংবাদ বাহী
৭০.মাজেদা =অর্থ = সম্মানিয়া
৭১.মাদেহা =অর্থ = প্রশংসা
৭২.মারিয়া =অর্থ = শুভ্র
৭৩.মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ শালীনী,
৭৪.মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী
৭৫.মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত
৭৬.মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক মহিলা,
৭৭.মাহবুবা =অর্থ = প্রেমিকা
৭৮.মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন কারিনী
৭৯.মুহতারামাত =অর্থ = সম্মানিতা
৮০.মুহসিনাত =অর্থ = অনুগ্রহ কারিনী
৮১.মাহতরাত =অর্থ = সম্মিলিত
৮২.মাফরুশাত =অর্থ = কার্ণিকার
৮৩.মাহাসানাত =অর্থ = সতী-সাধবী
৮৪.মাহজুজা =অর্থ = ভাগ্যবতী
৮৫.মারজানা =অর্থ = মুক্তা
৮৬.আমিনা =অর্থ = নিরাপদ
৮৭.আনিসা =অর্থ =কুমারী
৮৮.আদীবা =অর্থ =মহিলা সাহিত্যিক
৮৯.আনিফা =অর্থ =রুপসী
৯০.আতিয় =অর্থ =আগমনকারিণী
৯১.আছীর =অর্থ =পছন্দনীয়
৯২.আহলাম =অর্থ = স্বপ্ন
৯৩.আরজা =অর্থ =এক
৯৪.আরজু =অর্থ = আকাঙ্ক্ষা
৯৫.আরমানী =অর্থ =আশাবাদী
৯৬.আরীকাহ =অর্থ =কেদারা
৯৭.আসমাহ =অর্থ = =সত্যবাদীনী
৯৮.আসীলা =অর্থ = =চিকন
৯৯.আসিফা =অর্থ = =শক্তিশালী
১০০.আসিলা =অর্থ = =নিখুঁত
১০১.আদওয়া =অর্থ = =আলো
১০২.আতিকা =অর্থ = =সুন্দরি
১০৩.আফনান =অর্থ = =গাছের শাখা-প্রশাখা
১০৪.আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী
১০৫.মাছুরা =অর্থ = নল
১০৬.মাহেরা =অর্থ = নিপুনা
১০৭.মোবারাকা =অর্থ = কল্যাণীয়
১০৮.মুবতাহিজাহ =অর্থ = উৎফুল্লতা
১০৯.মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ শালীনী
১১০.মুবীনা =অর্থ = সুষ্পষ্ট
১১১.মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী
১১২.মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত
১১৩.মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক মহিলা
১১৪.মুতাকাদ্দিমা =অর্থ = উন্নতা
১১৫.মুজিবা =অর্থ = গ্রহণ কারিনী
১১৬.মাজীদা =অর্থ = গোরব ময়ী
১১৭.মহাসেন =অর্থ = সৌন্দর্য
১১৮.মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন কারিনী
১১৯.মুহতারামাত =অর্থ = সম্মানিতা
১২০.মুহসিনাত =অর্থ = অনুগ্রহ
১২১.শান্তা =অর্থ = শান্ত
১২২.তানিয়া =অর্থ = রাজকণ্যা
১২৩.শামীমা =অর্থ = সুগন্ধি
১২৪.তাহিয়া =অর্থ = সম্মানকারী
১২৫.ইসরাত =অর্থ = সাহায্য
১২৬.জুঁই একটি ফুলের নাম
১২৭.নাজমা =অর্থ = দামী
১২৮.সায়মা =অর্থ = রোজাদার,
১২৯.শারমিন =অর্থ = লাজুক
১৩০.জাকিয়া =অর্থ = পবিত্র
১৩১.হামিদা =অর্থ = প্রশংসিত
১৩২.নাদিয়া =অর্থ = আহবান ১৩৩.তানজুম =অর্থ = তারকা
১৩৪.মুনতাহা =অর্থ = পরিক্ষিত
১৩৫.লতিফা =অর্থ = ঠাট্টা
১৩৬.রিমা =অর্থ = সাদা হরিণ
১৩৭.পাপিয়া =অর্থ = সুকণ্ঠি নারী
১৩৮.নাসরিন =অর্থ = সাহায্যকারী
১৩৯.মনিরা =অর্থ = জ্ঞানী
১৪০.আফসানা =অর্থ = উপকথা
১৪১.জারা =অর্থ = গোলাম
১৪২.ফারিয়া =অর্থ = আনন্দ
১৪৩.ইরতিজা =অর্থ = অনুমতি
১৪৪.সুলতানা =অর্থ = মহারানী
১৪৫.নাদিরা =অর্থ = বিরল
১৪৬.হালিমা =অর্থ = দয়ালু
১৪৭.শিরিন =অর্থ = সুন্দরী
১৪৮.আক্তার =অর্থ = ভাগ্যবান
১৪৯.সামিয়া =অর্থ = রোজাদার
১৫০.শাহিনুর =অর্থ = চাঁদের আলো
১৫১.ইয়াসমিন =অর্থ = ফুলের নাম
১৫২.হাবিবা =অর্থ = প্রেমিকা
১৫৩.রোমানা =অর্থ = ডালিম
১৫৪.মমতাজ =অর্থ = উন্নত
১৫৫.শাকিলা =অর্থ = সুন্দরী
১৫৬.পারভেজ =অর্থ = বিজয়
১৫৭.সাইমা =অর্থ = উপবাসী
১৫৮.আয়েশা =অর্থ = সমৃদ্ধিশালী
১৫৯.নাহিদা =অর্থ = উন্নত
১৬০.মাহিয়া =অর্থ = নিবারণকারীনি
১৬১.সানজিদা =অর্থ = বিবেচক
১৬২.জেসমিন =অর্থ = ফুলের নাম।
১৬৩.নূসরাত =অর্থ = সাহায্য।
১৬৪.নাজীফা =অর্থ = পবিত্র।
১৬৫.নাইমাহ =অর্থ = সুখি জীবনযাপনকারীনী।
১৬৬.নাফিসা =অর্থ = মূল্যবান।
১৬৭.মুরশীদা =অর্থ = পথর্শিকা।
১৬৮.মাসূদা =অর্থ = সৌভাগ্যবতী।
১৬৯.আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী।
১৭০.আশরাফী =অর্থ = সম্মানিত।
১৭১.আনিসা =অর্থ = কুমারী।
১৭২.আনিফা =অর্থ = রূপসী।
১৭৩.আনওয়ার =অর্থ = জ্যোতিকাল।
১৭৪.আরিফা =অর্থ = প্রবল বাতাস।
১৭৫.আয়িশা =অর্থ = জীবন যাপন কারিণয়
১৭৬.আমীনা =অর্থ = আমানত রক্ষাকারণী।
১৭৭.আফরোজা =অর্থ = জ্ঞানী।
১৭৮.আয়মান =অর্থ = শুভ।
১৭৯.আকলিমা =অর্থ = দেশ।
১৮০.ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।
১৮১.কামরুন =অর্থ = ভাগ্য
১৮২.রীমা =অর্থ = সাদা হরিণ।
১৮৩.সায়িমা =অর্থ = রোজাদার।
১৮৪.শাহানা =অর্থ = রাজকুমারী।
১৮৫.শাফিয়া =অর্থ = মধ্যস্থতাকারিনী।
১৮৬.সাজেদা =অর্থ = ধার্মিক।
১৮৭.সাদীয়া =অর্থ = সৌভাগ্যবর্তী!
১৮৮.সালমা =অর্থ = প্রশন্ত।
১৮৯.তাসনিম =অর্থ = বেহশতী ঝর্ণা।
১৯০.হুমায়রা =অর্থ = রূপসী
১৯১.লাবীবা =অর্থ = জ্ঞানী
১৯২.ফাহমিদা =অর্থ = বুদ্ধিমতী
১৯৩.নার্গিস =অর্থ = ফুলের নাম
১৯৪.আফিফা =অর্থ = সাধ্বী
১৯৫.সাদিয়া =অর্থ = সৌভাগ্যবতী।
১৯৬.জাবিরা=অর্থ =রাজিহওয়া।
১৯৭.জাদিদাহ=অর্থ =নতুন।
১৯৮.জাদওয়াহ=অর্থ =উপহার।
১৯৯.জাহান=অর্থ =পৃথিবী।
২০০.জালসান=অর্থ =বাগান।
২০১.জমিমা=অর্থ =ভাগ্য।
২০২.আমিনা=অর্থ = বিশ্বাসী।
২০৩.আনজুম=অর্থ = তারা।
২০৪.আকিলা=অর্থ = বুদ্ধিমতি।
২০৫.সাইদা=অর্থ =নদী
২০৬.সালীমা=অর্থ =সুস্থ
২০৭.সালমা আফিয়া=অর্থ = প্রশান্ত পূণ্যবতী
২০৮.সালমা আনিকা =অর্থ =প্রশান্ত সুন্দরী
২০৯.সালমা আনজুম =অর্থ = প্রশান্ত তারা
২১০.সালমা ফারিহা =অর্থ = প্রশান্ত সুখী
২১১.সালমা ফাওজিয়া =অর্থ = প্রশান্ত সফল
২১২.সালমা মাহফুজা=অর্থ = প্রশান্ত নিরাপদ
২১৩.ফারযানা =অর্থ = কৌশলী
২১৪.দিলরুবা =অর্থ = প্রিয়তমা
২১৫.নওশীন =অর্থ = মিষ্টি
২১৬.তূবা =অর্থ = সুসংবাদ
২১৭.জুলফা =অর্থ = বাগান
২১৮.যীনাত =অর্থ = সৌন্দর্য
২১৯.ঈশাত =অর্থ = বসবাস
২২০.রওশন =অর্থ = উজ্জ্বল
২২১.জেবা =অর্থ = যথার্থ।
২২২.শাবানা =অর্থ = রাত্রিমধ্যে।
২২৩.রহিমা =অর্থ = দয়ালু।
২২৪.আসমা =অর্থ = অতুলনীয়।
২২৫.দীনা =অর্থ = বিশ্বাসী।
২২৬.লায়লা =অর্থ = শ্যামলা।
২২৭.মুমতাজ =অর্থ = মনোনীত।
২২৮.মায়মুনা =অর্থ = ভাগ্যবতী।
২২৯.রশীদা =অর্থ = বিদূষী।
২৩০.রাওনাফ =অর্থ = সৌন্দর্য।
২৩১.রোশনী =অর্থ = আলো।
২৩২.রুমালী =অর্থ = কবুতর।
২৩৩.রুম্মন =অর্থ = ডালিম।
২৩৪.সাবিহা =অর্থ = রূপসী।
২৩৫.সাকেরা =অর্থ =কৃতজ্ঞ।
২৩৬.সাইদা =অর্থ = নদী।রা।
২৩৭.আমীরাতুন নিসা =অর্থ = নারীজাতির নেত্রী।
২৩৮.ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।
২৩৯.কামরুন =অর্থ = ভাগ্য
২৪০.সুফিয়া =অর্থ = আধ্যাত্মিক সাধনাকারী।
২৪১.জামিলা=অর্থ =সুন্দরী।
২৪২.আনতারা=অর্থ = বীরাঈনা।
২৪৩.সাগরিকা =অর্থ = তরঙ্গ
২৪৪.সহেলী =অর্থ = বান্ধবী
২৪৫.সাহিরা=অর্থ = পর্বত
২৪৬.সাইদা =অর্থ = নদী
২৪৭.মিনা =অর্থ = স্বর্গ
২৪৮.রুকাইয়া =অর্থ = উচ্চতর
২৪৯.রাবেয়া =অর্থ = নিঃস্বার্থ
২৫০.জোহরা =অর্থ = সুন্দর
২৫১.রাফা =অর্থ = সুখ
২৫২.নাঈমা =অর্থ = সুখ
২৫৩.আতিয়া =অর্থ = উপহার
২৫৪.আতিকা =অর্থ = সুন্দরী
২৫৫.আদিবা =অর্থ = লেখিকা
২৫৬.সুমাইয়া =অর্থ = উচ্চউন্নত।
২৫৭.মেহেরিন =অর্থ = দয়ালু।
২৫৮.মেহজাবিন =অর্থ = সুন্দরি।
২৫৯.মালিহা =অর্থ = সুন্দরি।
২৬০.ফাহিমা =অর্থ = জ্ঞানী
২৬১.আফরিন =অর্থ = ভাগ্যবান
২৬২.ফেরদৌস =অর্থ = পবিত্র
২৬৩.শাহিদা =অর্থ = সৌরভ সুবাস
২৬৪.নুসাইফা =অর্থ = ইনসাফ
২৬৫.উমায়ের =অর্থ = দীর্ঘায়ু বৃক্ষ
২৬৬.মাইমুনা =অর্থ = ভাগ্যবতী
২৬৭.নাবীলাহ =অর্থ = ভদ্র
২৬৮.নাফিসা আতিয়া =অর্থ =মুল্যবান উপহার
২৬৯.নাফিসা আয়মান =অর্থ = মুল্যবান শুভ
২৭০.নাফিসা গওহার =অর্থ = মুল্যবান মুক্তা
২৭১.নাফিসা লুবাবা =অর্থ = মুল্যবান খাঁটি
২৭২.নাফিসা লুবনা =অর্থ = মুল্যবান বৃক্ষ
২৭৩.নাফিসা মালিয়াত =অর্থ = মুল্যবান সম্পদ
২৭৪.নাফিসা নাওয়াল =অর্থ = মুল্যবান উপহার
২৭৫.নাফিসা রায়হানা =অর্থ = মুল্যবান সুগন্ধী ফুল
২৭৬.নাফিসা রুমালী =অর্থ = মুল্যবান কবুতর
২৭৭.নাফিসা রুম্মান =অর্থ =মুল্যবান ডালিম
২৭৮.নাফিসা শাদাফ =অর্থ = মুল্যবান ঝিনুক
২৭৯.নাফিসা শামা =অর্থ =মুল্যবান মোমবাতী
২৮০.নাফিসা শামীম =অর্থ =মুল্যবান সুগন্ধী
২৮১.নাফিসা তাবাসসুম =অর্থ =পবিত্র হাসি
২৮২.নাহলা =অর্থ =পানি
২৮৩.নায়লা =অর্থ =অর্জন কারিনী
২৮৪.নাসেহা =অর্থ =উপদেশ কারিনী
২৮৫.নাওশিন আনবার =অর্থ =সুন্দর ও সুগন্ধী
২৮৬.নাওশিন আনজুম =অর্থ =সুন্দর তারা
২৮৭.নাওশিন আতিয়া =অর্থ =সুন্দর উপহার
২৮৮.নাওয়াল গওয়ার =অর্থ =সুন্দর মুক্তা
২৮৯.নাওশিন রুমালী =অর্থ =সুন্দর ফুল
২৯০.নাওশিন সাইয়ারা =অর্থ =সুন্দরী তারা
২৯১.নাজীবাহ =অর্থ =ভত্র গোত্রে
২৯২.নিবাল =অর্থ =তীর
২৯৩.নীলূফা =অর্থ =পদ্ম
২৯৪.নিশাত আফাফ =অর্থ = চারিত্রিক শুদ্ধতা
২৯৫.নিশাত আফলাহ =অর্থ =আনন্দ অধিককল্যাণকর
২৯৬.নিশাত আনান =অর্থ =আনন্দ মেঘ
২৯৭.নিশাত আনবার =অর্থ =আনন্দ সুগন্ধী
২৯৮.নিশাত আনজুম =অর্থ =আনন্দ তারা
২৯৯.নিশাত আতিয়া =অর্থ =আনন্দ উপহার
৩০০.নিশাত ফরহাত =অর্থ =আনন্দ উল্লাস
৩০১.নিশাত গওহার =অর্থ =আনন্দ মুক্তা
৩০২.নিশাত লুবনা =অর্থ =আনন্দ বৃক্ষ
৩০৩.নিশাত মালিয়াত =অর্থ =আনন্দ সম্পদ
৩০৪.নিশাত মুনাওয়ারা =অর্থ =আনন্দ দিপ্তীমান
৩০৫.নিশাত নাবিলাহ =অর্থ = ভদ্র
৩০৬.নিশাত =অর্থ = সাদা হরিণ
৩০৭.হাসনা =অর্থ = সুন্দরী
৩০৮.সুরাইয়া =অর্থ = বিশেষ একটি নক্ষত্র
৩০৯.রামলা =অর্থ = বালিময় ভূমি
৩১০.মাশকুরা=অর্থ = কৃতজ্ঞতাপ্রাপ্ত
৩১১.নাফিসা=অর্থ = মূল্যবান।
৩১২.নাওয়ার=অর্থ = সাদা ফুল।
৩১৩.গওহর=অর্থ = মুক্তা।
৩১৪.বশীরা=অর্থ = উজ্জ্বল।
৩১৫.সাহেবী=অর্থ = বান্ধবী।
৩১৬.কানিজ =অর্থ = অনুগতা
৩১৭.আজরা রায়হানা=অর্থ = কুমারী সুগন্ধী ফুল
৩১৮.আজরা রাশীদা =অর্থ =কুমারী বিদুষী
৩১৯.আজরা রুমালী =অর্থ =কুমারী কবুতর
৩২০.আজরা সাবিহা =অর্থ =কুমারী রূপসী 
৩২১. আজরা সাদিয়া =অর্থ =কুমারী সৌভাগ্যবতী 
৩২২.আজরা সাদিকা=অর্থ = কুমারী পুন্যবতী 
৩২৩.আজরা সাজিদা =অর্থ =কুমারী ধার্মিক 
৩২৪.আজরা শাকিলা=অর্থ =কুমারী সুরূপা 
৩২৫. আজরা সামিহা =অর্থ =কুমারী দালশীলা 
৩২৬.আজরা তাহিরা =অর্থ =কুমারী সতী
৩২৭.আফিয়া আবিদা =অর্থ =পুণ্যবতী ইবাদতকারিনী
৩২৮.আফিয়া আদিবা =অর্থ =পুণ্যবতী শিষ্টাচারী
৩২৯.আফিয়া আদিলাহ =অর্থ =পুণ্যবতী ন্যায়বিচারক
৩৩০.আফিয়া আফিফা =অর্থ =পুণ্যবতী সাধ্বী আফিয়া
৩৩১.আয়েশা=অর্থ = পুণ্যবতী সমৃদ্ধি শালী
৩৩২.আফিয়া আমিনা =অর্থ =পুণ্যবতী বিশ্বাসী
৩৩৩.আফিয়া আনিসা =অর্থ =পুণ্যবতী কুমারী
৩৩৪.আফিয়া আনজুম=অর্থ = পুণ্যবতী তারা
৩৩৫.আফিয়া আনতারা=অর্থ = পুণ্যবতী বীরাঙ্গনা
৩৩৬.আফিয়া আকিলা =অর্থ =পুণ্যবতী বুদ্ধিমতী
৩৩৭.আফিয়া আসিমা =অর্থ =পুণ্যবতী সতী নারী
৩৩৮.আফিয়া আয়মান =অর্থ =পুণ্যবতী শুভ
৩৩৯.আফিয়া আজিজাহ=অর্থ = পুণ্যবতী সম্মানিত
৩৪০.আফিয়া বিলকিস=অর্থ = পুণ্যবতী রানী
৩৪১.আফিয়া ফাহমিদা =অর্থ =পুণ্যবতী বুদ্ধিমতী
৩৪২.আফিয়া হামিদা=অর্থ = পুণ্যবতী প্রশংসাকারিনী
৩৪৩.আফিয়া হুমায়রা =অর্থ =পুণ্যবতী রূপসী
৩৪৪.আফিয়া ইবনাত =অর্থ =পুণ্যবতী কন্যা
৩৪৫.আফিয়া মাহমুদা =অর্থ =পুণ্যবতী প্রশংসিতা
৩৪৬.আফিয়া মালিহা =অর্থ =পুণ্যবতী রূপসী
৩৪৭.আফিয়া মাসুমা =অর্থ =পুণ্যবতী নিষ্পাপ '
৩৪৮.আফিয়া মাজেদা =অর্থ =পুণ্যবতী মহতি
৩৪৯.আফিয়া মুবাশশিরা =অর্থ =পুণ্যবতী সুসংবাদ বহনকারী 
৩৫০.আফিয়া মুকারামী =অর্থ =পুণ্যবতী সম্মানিতা 
৩৫১.আফিয়া মুনাওয়ারা =অর্থ =পুণ্যবতী দিপ্তীমান 
৩৫২.আফিয়া মুরশিদা =অর্থ =পুণ্যবতী পথ প্রদর্শিকা 
৩৫৩.আফিয়া মুতাহারা =অর্থ =পুণ্যবতী পবিত্র 
৩৫৪.আফ;য়া নাওয়ার =অর্থ =পুণ্যবতী ফুল
৩৫৫.আফিয়া সাহেবী =অর্থ =পুণ্যবতী বান্ধবী
৩৫৬.আফিয়া সাইয়ারা=অর্থ = পুণ্যবতী তারা 
৩৫৭.আফরা আনিকা =অর্থ =সাদা রূপসী 
৩৫৮.আফরা আনজুম =অর্থ =সাদা তারা 
৩৫৯.আফরা আসিয়া=অর্থ = সাদা স্তম্ভ
৩৬০.আফরা বশীরা =অর্থ =সাদা উজ্জ্বল 
৩৬১.আফরা গওহর =অর্থ =সাদা মুক্তা 
৩৬২.আফরা ইবনাত =অর্থ =সাদা কন্যা 
৩৬৩.আফরা নাওয়ার=অর্থ = সাদা ফুল
৩৬৪.আফরা রুমালী =অর্থ =সাদা কবুতর 
৩৬৫.আফরা সাইয়ারা =অর্থ =সাদা তারা 
৩৬৬.আফরা ওয়াসিমা =অর্থ =সাদা রূপসী 
৩৬৭.আফরা ইয়াসমিন =অর্থ =সাদা জেসমিন ফুল 
৩৬৮.আইদাহ =অর্থ =সাক্ষাৎকারিনী 
৩৬৯.আশেয়া =অর্থ =সমৃদ্ধিশীল 
৩৭০.আমিনাহ=অর্থ = বিশ্বাসী
৩৭১.আনবার উলফাত =অর্থ =সুগন্ধী উপহার
৩৭২.অনিন্দিতা =অর্থ =সুন্দরী 
৩৭৩.আনিকা=অর্থ = রূপসী 
৩৭৪.আনিসা=অর্থ = বন্ধু সুলভ 
৩৭৫.আনিসা বুশরা =অর্থ =সুন্দর শুভ নিদর্শন 
৩৭৬.আনিসা গওহর =অর্থ =সুন্দর মুক্তা 
৩৭৭.আনিসা নাওয়ার =অর্থ =সুন্দর ফুল 
৩৭৮.আনিসা রায়হানা=অর্থ = সুন্দর সুগন্ধী ফুল '
৩৭৯.আনিসা শামা =অর্থ =সুন্দর মোমবাতি 
৩৮০.আনিসা শার্মিলা =অর্থ =সুন্দর লজ্জাবতী 
৩৮১.আনিসা তাবাসসুম=অর্থ = সুন্দর হাসি 
৩৮২.আনিসা তাহসিন =অর্থ = সুন্দর উত্তম 
৩৮৩.আনতারা আসীমা =অর্থ =বীরাঙ্গনা সতীনারী 
৩৮৪.আনতারা আনিকা =অর্থ =বীরাঙ্গনা সুন্দরী 
৩৮৫.আনতারা আনিসা=অর্থ = বীরাঙ্গনা কুমারী 
৩৮৬.আনতারা আজিজাহ =অর্থ =বীরাঙ্গনা সম্মানিতা 
৩৮৭.আনতারা বিলকিস=অর্থ = বীরাঙ্গনা রানী 
৩৮৯.আফিয়া শাহানা =অর্থ =পুণ্যবতী রাজকুমারী 
৩৯০.আফিয়া জাহিন =অর্থ =পুণ্যবতী বিচক্ষন 
৩৯১.আফিয়া যয়নাব =অর্থ =পুণ্যবতী রূপসী 
৩৯২.আফিফা সাহেবী =অর্থ =সাধবী বান্ধবী 
৩৯৩.আফরা আবরেশমী =অর্থ =সাদা সিল্ক
৩৯৪.আনতারা ফাহমিদা =অর্থ =বীরাঙ্গনা বুদ্ধিমতী
৩৯৫.আনতারা ফায়রুজ =অর্থ =বীরাঙ্গনা সমৃদ্ধিশালী '
৩৯৬.আনতারা হামিদা =অর্থ =বীরাঙ্গনা প্রশংসাকারিনী
৩৯৭.আনতারা হোমায়রা=অর্থ = বীরাঙ্গনা সুন্দরী
৩৯৮.আনতারা খালিদা=অর্থ =বীরাঙ্গনা অমর
৩৯৯.আনতারা লাবিবা=অর্থ = বীরাঙ্গনা জ্ঞানী
৪০০.আনতারা মালিহা=অর্থ = বীরাঙ্গনা রূপসী 
৪০১. আনতারা মাসুদা=অর্থ = বীরাঙ্গনা সৌভাগ্যবতী 
৪০২. আনতারা মুকাররামা =অর্থ =বীরাঙ্গনা সম্মানীতা 
৪০৩. আনতারা মুরশিদা=অর্থ = বীরাঙ্গনা পথ প্রদর্শিকা
৪০৪.আনতারা রাইদাহ =অর্থ =বীরাঙ্গনা নেত্রী
৪০৫.আনতারা রাইসা=অর্থ = বীরাঙ্গনা রানী 
৪০৬. আনতারা রাশিদা=অর্থ =বীরাঙ্গনা বিদূষী 
৪০৭. আনতারা সাবিহা =অর্থ =বীরাঙ্গনা রূপসী 
৪০৮.আনতারা শাহানা=অর্থ = বীরাঙ্গনা রাজকুমারী 
৪০৯.আনতারা শাকেরা =অর্থ =বীরাঙ্গনা কৃতজ্ঞ 
৪১০.আনতারা সামিহা=অর্থ = বীরাঙ্গনা দানশালী 
৪১১.আতকিয়া বাশীরাহ=অর্থ = ধার্মিক সুসংবাদদানকারীনী 
৪১২.আসমা আফিয়া =অর্থ =অতুলনীয় পুণ্যবতী
৪১৩. আসমা আনিকা =অর্থ =অতুলনীয় রূপসী
৪১৪.আসমা আনিসা =অর্থ =অতুলনীয় কুমারী
৪১৫.আসমা আকিলা=অর্থ = অতুলনীয় বুদ্ধিমতী
৪১৬.আসমা আতেরা =অর্থ =অতুলনীয় সুগন্ধী
৪১৭.আসমা আতিকা =অর্থ =অতুলনীয় সুন্দরী
৪১৮.আসমা আতিয়া =অর্থ =অতুলনীয় দানশীল
৪১৯.আসমা গওহার =অর্থ =অতুলনীয় মুক্তা
৪২০.আসমা হোমায়রা=অর্থ = অতুলনীয় সুন্দরী
৪২১.আসমা মালিহা=অর্থ = অতুলনীয় রূপসী
৪২২.আসমা মাসুদা =অর্থ =অতুলনীয় সৌভাগ্যবতী
৪২৩.আসমা নাওয়ার=অর্থ = অতুলনীয় ফুল 
৪২৪.আসমা রায়হানা =অর্থ =অতুলনীয় সুগন্ধী ফুল 
৪২৫.আসমা সাবিহা=অর্থ = অতুলনীয় রূপসী 
৪২৬.আসমা সাদিয়া=অর্থ = অতুলনীয় সৌভাগ্যবতী 
৪২৭.আসমা সাহেবী =অর্থ =অতুলনীয় বান্ধবী 
৪২৮.আসমা সাহানা =অর্থ =অতুলনীয় রাজকুমারী 
৪২৯.আসমা তাবাসসুম =অর্থ =অতুলনীয় হাসি 
৪৩০.আসমা তারাননুম =অর্থ =অতুলনীয় গুন গুন শব্দ
৪৩১.আসমা উলফাত =অর্থ =অতুলনীয় উপহার
৪৩২.আতেরা = অর্থ = সুগন্ধী 
৪৩৩.আতিকা = অর্থ = সুন্দরী 
৪৩৪.আতিকা তাসাওয়াল=অর্থ = সুন্দর সমতা
৪৩৫.আতকিয়া ফারিহা =অর্থ =ধার্মিক সুখী 
৪৩৬.আতিয়া আদিবা =অর্থ =দালশীল শিষ্টাচারী 
৪৩৭.আতিয়া আফিয়া =অর্থ =দানশীল পূর্নবতী 
৪৩৮.আতিয়া আফিফা=অর্থ = দানশীল সাধবী বান্ধবী 
৪৩৯.আতিয়া আয়েশা =অর্থ =দানশীল সমৃদ্ধিশালী 
৪৪০.আতিয়া আনিসা=অর্থ = দালশীলা কুমারী 
৪৪১.আতিয়া আজিজা =অর্থ =দানশীল সম্মানিত 
৪৪২.আতিয়া বিলকিস=অর্থ = দানশীল রানী 
৪৪৩.আতিয়া ফিরুজ =অর্থ =দানশীল সমৃদ্ধিশীলা 
৪৪৪.আতিয়া হামিদা =অর্থ =দানশীল প্রশংসাকারিনী 
৪৪৫.আতিয়া হামিনা=অর্থ = দানশীল বান্ধবী 
৪৪৬.আতিয়া ইবনাত=অর্থ = দানশীল কন্যা
৪৪৭.আতিয়া যয়নব =অর্থ =দানশীল রূপসী
৪৪৮.আতিয়া মাহমুদা =অর্থ =দানশীল প্রসংসিতা
৪৪৯.আতিয়া মাসুদা=অর্থ = দানশীল সৌভাগ্যবতী
৪৫০.আতিয়া রাশীদা=অর্থ = দানশীল বিদূষী
৪৫১.আতিয়া সাহেবী =অর্থ =দানশীল রূপসী
৪৫২.আতিয়া সানজিদা =অর্থ =দানশীল বিবেচক
৪৫৩.আতিয়া শাহানা =অর্থ =দানশীল রাজকুমারী
৪৫৪.আতিয়া শাকেরা =অর্থ =দানশীল কৃতজ্ঞ
৪৫৫.আতিয়া তাহিরা =অর্থ =দানশীল সতী 
৪৫৬.আতিয়া উলফা =অর্থ =সুন্দর উপহার 
৪৫৭.আতিয়া ওয়াসিমা =অর্থ =দানশীল সুন্দরী 
৪৫৮.আতকিয়া গালিবা=অর্থ = ধার্মিক বিজয়ীনি 
৪৫৯.আতকিয়া আবিদা =অর্থ =ধার্মিক ইবাদতকারিনী 
৪৬০.আতকিয়া আদিবা=অর্থ = ধার্মিক শিষ্টাচারী 
৪৬১.আতকিয়া আদিলা =অর্থ =ধার্মিক ন্যায় বিচারক 
৪৬২.আতিয়া আফিয়া =অর্থ =ধার্মিক পুণ্যবতী
৪৬৩.আতকিয়া আয়েশা =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী
৪৬৪.আতকিয়া আমিনা =অর্থ =ধার্মিক বিশ্বাসী
৪৬৫.আতকিয়া আনিকা =অর্থ =ধার্মিক রূপসী
৪৬৬.আতকিয়া আনিসা =অর্থ =ধার্মিক কুমারী
৪৬৭.আতকিয়া আনজুম =অর্থ =ধার্মিক তারা 
৪৬৮.আতকিয়া আনতারা =অর্থ =ধার্মিক বীরাঙ্গনা 
৪৬৯.আতিয়া আকিলা=অর্থ = ধার্মিক বুদ্ধমতী 
৪৭০.আতকিয়া আসিমা =অর্থ =ধার্মিক কুমারী 
৪৭১.আতকিয়া আতিয়া=অর্থ =ধার্মিক দানশীল 
৪৭২.আতকিয়া আয়মান =অর্থ =ধার্মিক শুভ 
৪৭৩.আতকিয়া আজিজাহ =অর্থ =ধার্মিক সম্মানিত 
৪৭৪.আতকিয়া বাসিমা =অর্থ =ধার্মিক হাস্যোজ্জ্বল 
৪৭৫.আতকিয়া বিলকিস =অর্থ =ধার্মিক রানী 
৪৭৬.আতকিয়া বুশরা=অর্থ = ধার্মিক শুভ নিদর্শন
৪৭৭.আতকিয়া ফাবলীহা =অর্থ =ধার্মিক অত্যন্ত ভাল
৪৭৮.আতকিয়া ফাহমিদা =অর্থ =ধার্মিক বুদ্ধিমতি
৪৭৯.আতকিয়া ফাইরুজ =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী
৪৮০.আতকিয়া ফাইজা=অর্থ = ধার্মিক বিজয়ীনি
৪৮১.আতকিয়া ফাখেরা =অর্থ =ধার্মিক মর্যাদাবান
৪৮২.আতকিয়া ফান্নানা=অর্থ = ধার্মিক শিল্পী
৪৮৩.আতকিয়া ফারজানা =অর্থ =ধার্মিক বিদূষী
৪৮৪.আতকিয়া ফাওজিয়া =অর্থ =ধার্মিক সফল
৪৮৫.আতকিয়া হামিদা =অর্থ =ধার্মিক প্রশংসাকারিনী
৪৮৬.আতকিয়া হামিনা=অর্থ = ধার্মিক বান্ধবী
৪৮৭.আতকিয়া জালিলাহ=অর্থ = ধার্মিক মহতী
৪৮৮.আতকিয়া জামিলা =অর্থ =ধার্মিক রূপসী
৪৮৯.আতকিয়া লাবিবা =অর্থ =ধার্মিক জ্ঞানী
৪৯০.আতকিয়া মাদেহা=অর্থ = ধার্মিক প্রশংকারিনী
৪৯১.আতকিয়া মাহমুদা =অর্থ =ধার্মিক প্রশংসিতা
৪৯২.আতকিয়া মায়মুনা =অর্থ =ধার্মিক ভাগ্যবতী
৪৯৩.আতকিয়া মালিহা=অর্থ = ধার্মিক রূপসী
৪৯৪.আতকিয়া মাসুমা =অর্থ =ধার্মিক নিষ্পাপ
৪৯৫.আতকিয়া মোমেনা =অর্থ =ধার্মিক বিশ্বাসী
৪৯৬.আতকিয়া মুকাররামা =অর্থ =ধার্মিক সম্মানিত
৪৯৭.আতকিয়া মুনাওয়ারা =অর্থ =ধার্মিক দীপ্তিমান
৪৯৮.আতকিয়া মুরশিদা =অর্থ =ধার্মিক প্রশংসিতা
৪৯৯.আতকিয়া সাদিয়া=অর্থ = ধার্মিক সৌভাগ্যবতী
৫০০.আতকিয়া সাঈদা =অর্থ =ধার্মিক পুণ্যবতী
৫০১.আতকিয়া সাহেবী =অর্থ =ধার্মিক বান্ধবী
৫০২.আতকিয়া সামিহা=অর্থ = ধার্মিক দানশীলা
৫০৩.আয়মান উলফাত =অর্থ =শুভ উপহার 
৫০৪.আযহা উজ্জল আজিজা =অর্থ =সম্মানিতা 
৫০৫.আজরা=অর্থ = কুমারী আজরা 
৫০৬.আবিদা =অর্থ =কুমারী ইবাদতকারিনী 
৫০৭.আজরা আদিবা =অর্থ =কুমারী শিষ্টাচার 
৫০৮.আজরা আদিলা =অর্থ =কুমারী ন্যায় বিচারক 
৫০৯.আজরা আফিয়া =অর্থ =কুমারী পুণ্যবতী
৫১০.আজরা আফিফা =অর্থ =কুমারী সাধবী
৫১১.আজরা আনতারা .কুমারী বীরাঙ্গনা 
৫১২.আজরা আকিলা =অর্থ =কুমারী বুদ্ধিমতী 
৫১৩.আজরা আসিমা =অর্থ =কুমারী সতী নারী 
৫১৪.আজরা আতিকা=অর্থ = কুমারী সুন্দরী 
৫১৫.আজরা আতিয়া =অর্থ =কুমারী দানশীল 
৫১৬.আজরা বিলকিস =অর্থ =কুমারী রানী 
৫১৭.আজরা ফাহমিদা =অর্থ =কুমারী বুদ্ধিমতী 
৫১৮.আজরা গালিবা =অর্থ =কুমারী বিজয়ীনি 
৫১৯.আজরা হামিদা =অর্থ =কুমারী প্রশংসাকারিনী 
৫২০.আজরা হোমায়রা =অর্থ =কুমারী সুন্দরী 
৫২১.আজরা জামীলা =অর্থ =কুমারী সুন্দরী 
৫২২.আজরা মাবুবা =অর্থ =কুমারী প্রিয়া
৫২৩.আজরা মাহমুদা=অর্থ = কুমারী প্রশংসিতা
৫২৪.আজরা মায়মুনা =অর্থ =কুমারী ভাগ্যবতী
৫২৫.আজরা মালিহা =অর্থ =কুমারী নিষ্পাপ 
৫২৬.আজরা মাসুদা =অর্থ =কুমারী সৌভাগ্যবতী 
৫২৭.আজরা মুমতাজ =অর্থ =কুমারী মনোনীত 
৫২৮.আজরা মুকাররামা =অর্থ = কুমারী সম্মানিত

শিশুদের সুন্দর নাম

আপনাদের আদুরে শিশুদের নাম নিয়েই এবারের  আয়োজন । এখানে পাচ্ছেন ইসলামিক নাম। হোক সেটা মেয়েদের নাম কিংবা ছেলেদের ইসলামিক নাম । মেয়েদের ইসলামিক নামের তালিকা নিয়ে পরবর্তীতে আমরা আরো একটি তালিকা বানাবো ।  আপাতত এখানে শিশুদের সুন্দর নাম গুলো দেখে নিতে পারেন । অধিকাংশই হচ্ছে আরবি নাম সে সকল নামের অর্থ পাশেই বাংলাতে দেয়া আছে ।বাচ্চাদের ইসলামিক নাম রাখা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব । একারণেই আমরা  ইসলামিক নাম অর্থ সহ এখানে একত্রিত করেছি  । নিচের লিস্ট থেকে নাম ও নামের অর্থ জানুন ।

ছেলেদের ইসলামিক নামের তালিকা
ক্রমিক নংনামনামের অর্থ
আবরারন্যায়বান
আবসারদৃষ্টি
আজমলঅতিসুন্দর
আজওয়াদঅতি উত্তম
আহহাববন্ধু
আসীরসম্মানিত
আহরারসোজা সরল
আহকামঅত্যন্ত শক্তিশালী
আহমাদঅতি প্রশংসনীয়
১০আহনাফধর্ম বিশ্বাসে খাঁটি
১১আখতাববাগ্মী, বক্তা
১২আখলাকচারিত্রিক গুণাবলি
১৩আদীবভাষাবিদন
১৪আদীলন্যায়পরায়ণ
১৫আবীদএবাদতকারী
১৬আরিফপবিত্র, জ্ঞানী
১৭আকীলজ্ঞানী, বিচক্ষণ
১৮আহমারলাল বর্ণ
১৯আব রেশামসিল্ক, রেশম
২০আবইয়াজসাদা, তুষার
২১আসমারফলমূল
২২আজবালপাহাড়
২৩আজমালনিখুঁত
২৪আজমাইনসম্পূর্ণ
২৫আলীউচ্চ
২৬আসিমসৎ
২৭আখতারতারা
২৮আখযারসবুজ বর্ণ
২৯আখইয়ারচরৎকার মানুষ
৩০আজফারঅতুলনীয় সুগন্ধী
৩১আরহাম
সবচেয়ে সংবেদনশীল
৩২আরজুইচ্ছা বাসনা
৩৩আরশাদসবচাইতে সৎ
৩৪আরমানইচ্ছা, আকাঙ্খা
৩৫আজহারঅত্যন্ত স্বচ্ছ
৩৬আশরাফসবচাইতে সম্ভ্রান্ত
৩৭আনজুমতারা
৩৮আমরুদপেয়ারা
৩৯আবীরসুগন্ধ
৪০আজিজক্ষমতাবান
৪১আজিমমহান
৪২আহসানউৎকৃষ্টতম
৪৩আসাদসিংহ
৪৪আসলামনিরাপদ
৪৫আসফাকঅধিক স্নেহশীল
৪৬আশহাববীর
৪৭আসেফযোগ্য ব্যক্তি
৪৮আতহারঅতি পবিত্র
৪৯আজরাফঅতি বুদ্ধিমান
৫০আকতাবনেতা
৫১আকমারঅতি উজ্জল
৫২আকদাসঅতি পবিত্র
৫৩আকরামঅতি দানশীল
৫৪আকমালপরিপূর্ণ
৫৫আকবরমহান
৫৬আলমাসহীরা
৫৭আমেরশাসক
৫৮আমজাদসম্মানিত
৫৯আনসারসাহায্যকারী
৬০আওসাফগুণাবলি
৬১আনিসবন্ধু
৬২আনওয়ারজ্যেতির্মালা
৬৩আয়মাননির্ভিক
৬৪আফজালঅতি উত্তম
৬৫আশিকপ্রেমিক
৬৬আতেফদয়ালু
৬৭আকিফউপাসক
৬৮আতিকসম্মানিত
৬৯বাবুরসিংহ
৭০বাকীচিরস্থায়ী
৭১বখতিয়ারসৌভাগ্যবান
৭২বরকতসৌভাগ্য
৭৩বশীর
সৃসংবাদ বহনকারী
৭৪বাসীমহাস্যোজ্জ্বল
৭৫বাসিতস্বচ্ছলতা দানকারী
৭৬বাকেরবিদ্বান
৭৭বজলুঅনুগ্রহ
৭৮দীনারস্বর্ণমূদ্রা
৭৯দীদারসাক্ষাত
৮০দিলিরসাহসী
৮১দারায়াতজ্ঞান, বিদ্যা
৮২দাইয়ানবিচারক
৮৩দায়েমচিরস্থায়ী
৮৪দবীরচিন্তাবিদ
৮৫ফয়েজসম্পদ, স্বাধীনতা
৮৬ফাইয়াজদাতা, দয়ালু
৮৭ফাহিমবুদ্ধিমান
৮৮ফায়সালবিচারক
৮৯ফাতিনউৎসর্গ
৯০ফাতিনসুন্দর
৯১ফুয়াদঅন্দর
৯২ফহেতবিজয়ী
৯৩ফায়েকউত্তম
৯৪ফারহানপ্রফুল্ল
৯৫ফরিদঅনুপম
৯৬ফসীহবিশুদ্ধভাষী
৯৭ফজলঅনুগ্রহ
৯৮ফাকীদঅতুলনীয়
৯৯ফকিহজ্ঞানী
১০০ফালাহসফল
১০১ফাহাদসিংহ
১০২গালিববিজয়ী
১০৩গজনফরসিংহ
১০৪গাফফারঅতি ক্ষমাশীল
১০৫গফুরমহাদয়ালূ
১০৬গোফরানক্ষমা
১০৭গিয়াসসাহায্য
১০৮গওহরমুক্ত
১০৯হাসিনসুন্দর
১১০হাদীদলোহা
১১১হাবীববন্ধু
১১২হামীরক্ষাকারী
১১৩হাফিজরক্ষাকারী
১১৪হামিদপ্রশংসাকারী
১১৫হাজিকবুদ্ধিমান
১১৬হাসানউত্তম
১১৭হাসনাতগুণাবলি
১১৮হালীমভদ্র, নম্র
১১৯হামীমবন্ধু
১২০হানিফধার্মিক
১২১হায়াতজীবন
১২২হিশামবদান্যতা
১২৩হুসামতলোয়ার
১২৪ইনতিসারবিজয়
১২৫ইনকিসাফিসূর্যগ্রহণ
১২৬ইনকিয়াদবাধ্যতা
১২৭ইলহামঅনুপ্রেরণা
১২৮ইলতিমাসপ্রার্থনা
১২৯ইকতিদারক্ষমতা, প্রভাব
১৩০ইশমামসুগন্ধদানকারী
১৩১ইবতিদাআবিষ্কার
১৩২ইশরাকপ্রভাত
১৩৩ইরতিজাআশা
১৩৪ইসতাবরাকসবুজ রেশম
১৩৫ইশতিয়াকআচ্ছা
১৩৬ইরফানজ্ঞান, বিজ্ঞান
১৩৭ইতমামপরিপূর্ণতা
১৩৮ইহসাসঅনুভূতি
১৩৯ইমতিয়াজসুখ্যাতি
১৪০ইজলালসম্মান
১৪১ইজতিহাদপ্রয়োজন
১৪২ইসবাতনিষ্ঠা
১৪৩ইত্তসাফপ্রশংসা,যোগ্যতা
১৪৪ইত্তহাদমিলন, বন্ধুত্ব
১৪৫ইব্রাহিমনবীর নাম
১৪৬ইততেয়াজপ্রয়োজন
১৪৭জসীমশক্তিশালী
১৪৮জাজালমহিমা
১৪৯জলীলমহান
১৫০জামালসৌন্দর্য
১৫১জামিলসুন্দর
১৫২জাওয়াদদানশীল
১৫৩কামালপরিপূর্ণতা
১৫৪করিমদয়ালু
১৫৫খঅলেদচিরস্থায়ী
১৫৬খলীলবন্ধু
১৫৭লিয়াকতমেধা, যোগ্যতা
১৫৮লোকমানজ্ঞানী
১৫৯লাযীমঅপরিহার্য
১৬০লাবীববুদ্ধিমান
১৬১লতীফপবিত্র
১৬২লায়েসসিংহ
১৬৩মাহতাবচাঁদ
১৬৪মুজিদলেখক
১৬৫মুনীফবিখ্যাত
১৬৬মুনওয়ারদীপ্তিমান
১৬৭মুকাসীরভদ্র
১৬৮মুখখারমহিমান্বিত
১৬৯মাসুমনিষ্পাপ
১৭০মাশুকভালবাসার পাত্র
১৭১মুজাফ্ফারজয়দীপ্ত
১৭২মুশফিকদয়ালু
১৭৩মুসতাকিমসঠিক
১৭৪মাসুদসৌভাগ্যবান
১৭৫মারমারমার্বেল পাথর
১৭৬মুরাদআকাঙ্খা
১৭৭মাহফুজসুপক্ষিত
১৭৮মুহতসিমমহান, ক্ষমতাবান
১৭৯মুকাত্তারপরিশোধিত
১৮০মুতসাভীসমান
১৮১মুতারাজ্জীআনন্দদায়ক
১৮২মুতারাসসীদলক্ষ্যকারী
১৮৩মুরাদ্দীদচিন্তাশীল
১৮৪মুতাহাম্মীদধৈর্যশীল
১৮৫মুতাম্মীলপ্রশংসিত
১৮৬মুবাশশির
সৃসংবাদ আনয়নকারী
১৮৭মুবাররাতধার্মিক
১৮৮মুবতাসিমহাস্যকরুন
১৮৯মাহীরদক্ষ
১৯০মাদীহপ্রশংসাকারী
১৯১মুবারাকশুভ
১৯২মুজাহিদধর্মযোদ্ধা
১৯৩মুকাররামসম্মানীত
১৯৪মুত্তকীসংযমশীল
১৯৫মুজতাবামনোনীত
১৯৬মুহীবপ্রেমিক
১৯৭মাহবুববন্ধু, প্রিয়
১৯৮মোহসেনউপকারী
১৯৯মোরশেদপথ প্রদর্শক
২০০মুস্তাফিজউপকৃত
২০১মাসরুপআনন্দিত
২০২মুশতাকআগ্রহী
২০৩মুস্তফামনোনীত
২০৪মেসবাহপ্রদীপ
২০৫মোসলেহসংস্কারক
২০৬মোসাদ্দেকপ্রত্যয়নকারী
২০৭মুয়ীযসম্মানিত
২০৮মোয়াজ্জেমমর্যাদাসম্পন্ন
২০৯মোয়াম্মারসম্মানিত
২১০মুইনসাহায্যকারী
২১১মুনেমদয়ালু
২১২মনসুরবিজয়ী
২১৩মুরীরদিপ্তীমান
২১৪নিয়াজপ্রার্থনা
২১৫নিহালচারাগাছ
২১৬নাকীবনেতা
২১৭নাদিমসঙ্গী
২১৮নাবীহভদ্র
২১৯মাদেরপ্রিয়
২২০নাঈমস্বাচ্ছন্দ্য
২২১নাসীহউপদেশদাতা
২২২নাসীমবিশুদ্ধ বাতাস
২২৩নাসিরসাহায্যকারী
২২৪নাযীমব্যবস্থাপক
২২৫নায়ীবপ্রতিনিধি
২২৬নিরাসপ্রদীপ
২২৭নাফিউপকারী
২২৮নেসারউৎসর্গ
২২৯নাজীবভদ্র
২৩০নাফীসউত্তম
২৩১নূরআলো
২৩২রাশহাফলের রস
২৩৩রাশাদযথার্থতা
২৩৪রাহমানদয়ালু
২৩৫রাহমাতদয়া
২৩৬রাব্বানীস্বর্গীয়
২৩৭রাকীবঅশ্বারোহী
২৩৮রাফাতদয়া
২৩৯রাহাতস্বাচ্ছন্দ্য
২৪০রাহীমদয়ালু
২৪১রাইসভদ্রব্যক্তি
২৪২রওনাকসৌন্দর্য
২৪৩রশীদ
সঠিক পথে পরিচালিত
২৪৪রফিকবন্ধু
২৪৫রাগীবআকাঙ্থিত
২৪৬রাকীনশ্রদ্ধাশীল
২৪৭রমীজপ্রতীক
২৪৮রাফীদপ্রতিনিধি
২৪৯রিজওয়ানসন্তুষ্টি
২৫০রাদবজ
২৫১রায়হানসুগন্ধী ফুল
২৫২রাশীকনাজুক, সুন্দর
২৫৩শামীমচরিত্রবান, সুন্দর
২৫৪সোহবাতসঙ্গ
২৫৫সালেহচরিত্রবান
২৫৬সাদিকসত্যবান
২৫৭শাহরিয়াররাজা
২৫৮শাহাদমধু
২৫৯শাহামাতসাহসিকতা
২৬০শিহাবউজ্জ্বল তারকা
২৬১শামিমসুঘ্রাণ
২৬২শাকিলসুপুরুষ
২৬৩শফিকদয়ালূ
২৬৪শাফকাতদয়া
২৬৫শারারঝলক
২৬৬শিতাবদ্রুত
২৬৭শাবাব
জীবনের শ্রেষ্ঠ সময়
২৬৮শাদাবসবুজ
২৬৯শাদমানআনন্দিত
২৭০সালিমনিখুঁত
২৭১সালামশান্তি, নিরাপত্তা
২৭২সালামাতনিরাপদ, শান্ত
২৭৩শাদাতসৌভাগ্য
২৭৪সাকীবউজ্জ্বল,দীপ্ত
২৭৫সাকীফসুসভ্য
২৭৬সামিনমূল্যবান
২৭৭তাহিরবিশুদ্ধ, পবিত্র
২৭৮তালিবঅনুসন্ধানকারী
২৭৯তওকীরসম্মান,শ্রদ্ধা
২৮০তওফীকসামর্থ্য
২৮১তকীধার্মিক
২৮২তাসাওয়ারচিন্তা, ধ্যান
২৮৩তসলীমঅভিবাদন
২৮৪তাহাম্মুলধৈর্য
২৮৫তাহমীদসর্বক্ষণ আল্লাহর প্রশংশাকারী
২৮৬তাজাম্মুলমর্যাদা
২৮৭তাজওয়াররাজা
২৮৮তালাল
চমৎকার, প্রশংসনীয়
২৮৯তারিকনক্ষত্রের নাম
২৯০তানযীমসুবিন্যাসকারী
২৯১তাফাজ্জলবদান্যতা
২৯২তিাকরুনীমসম্মান
২৯৩তামজীদপ্রশংসা
২৯৪তানভীরআলোকিত
২৯৫তওসীফপ্রশংসা
২৯৬ওয়াসেকঅটল বিশ্বাস
২৯৭ওয়াসীফগুণ বর্ণনাকারী
২৯৮ওয়াজীহসুন্দর
২৯৯ওয়াহীদঅদ্বিতীয়
৩০০ওয়াদুদবন্ধু
৩০১ওয়াসীউন্মুক্ত, প্রশস্ত
৩০২ওয়াকারমর্যাদা
৩০৩ওয়াসীমসুন্দর গঠন
৩০৪ওয়াহাবদান
৩০৫ইয়াসারসম্পদ
৩০৬ইয়াসীরধনী
৩০৭ইয়াাকীনবিশ্বাস
৩০৮ইয়ামীনশপথ
৩০৯জাহিদসন্নাসী
৩১০জাফিরসফল
৩১১জুহায়রউজ্জ্বল
৩১২যাররাফদ্রতগামী
৩১৩জাকীতীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন
৩১৪জাহিনবিচক্ষণ
৩১৫জাহিরসুস্পষ্ট
৩১৬জারিফবুদ্ধিমান
৩১৭জাফরবিজয়
৩১৮জাবীহরিণ
৩১৯জহুরপ্রকাশ








No comments: