Thursday, October 3, 2019

সাহিত্যে Theme বলতে কী বুঝায় । theme কী ?

  থিম সংজ্ঞা

Theme হল একটি সাহিত্য কর্ম । theme বলতে সাহিত্যকর্মের অন্তর্নিহিত মূল ধারণা যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজকে treatment করে থাকে । যেমন treatment of love কিংবা treatment of humanity. অতি সহজ ভাবে বলতে চাইলে, লেখক কিংবা কবি তার সাহিত্যকর্মের মাধ্যমে সমাজের যে সকল ভাল কিংবা খারাপ দিক তার সাহিত্যকর্ম উপস্থাপন করে তাকেই theme বলে । থিমটি মূল ধারণা বা একটি সাহিত্যকর্মের অন্তর্নিহিত অর্থ হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলা যেতে পারে।




What is Theme? Definition, Examples of Theme in Literature

Definition of theme: The theme of a literary work is a salient abstract idea that emerges from the treatment of its subject matter. Common themes are love, war, deceit, revenge, fate, destiny, etc.

What Does Theme Mean in Literature?

What is a theme in literature? A theme is a message or abstract idea that emerges from a literary work’s treatment of its subject matter.
The theme differs from the subject itself. The subject of a work can be described in concrete terms, usually through actions.
For example,
  • The Adventures of Huckleberry Finn.
The subject matter is Huckleberry Finn’s adventures. The theme, however, is more of an abstract idea. The primary theme of Huck Finn, for example, is the conflict between civilization and natural life.

🎄🎄🎄🎄🎄🎄🎄💎💎💎💎🎄🎄🎄🎄🎄🎄🎄


ভালোবাসি শ্রীমতি

কৃষ্ণাঘোষ

 *********************



ভালোবাসা _পরিচয়হীন পথে গোলাপ কাঁটা
ভালোবাসা_হৃদয়ের তোলপাড় আর কিছু ভুল 
ভালোবাসা_সুরে বাধা রাগিণীর গান
 ভালোবাসা_কিছু পাগলামীর ছলে  খাম খেয়ালী
ভালোবাসা_হৃদয়ের ডানায় ভর দিয়ে ভেসে বেড়ানো  
ভালোবাসা_মনের অজান্তেই দুটি হৃদয় জড়ানো 
ভালোবাসা_...........
ভালোবাসা মানে তুমি 
তুমি মানেই  সুখের আশা
তুমি মানেই হাতে গোলাপ 
তুমি মানেই কাছে আসা 
তুমি মানেই লোকনিন্দা,জানাজানি
 তুমি মানেই বাড়াও হাত
হোক না সেটা দিন বা রাত
তুমি মানেই  প্রাণের জন 
তুমিমানেই.........
 ভালোবাসার জন্যে ভালোবাসি 
আছো যেমন তেমন ই চাই
 রোজ সকালে ঘুম ভাঙ্গানোর ম্যাসেজ
 সত্যি করে বলছি তোমায় আর কিছু না চাই 
ভালোবেসে  তোমার জন্যে ভালোবাসার সুখ 
সত্যি করে বলছি তোমায় নেইতো কোনো দুঃখ l


  সেদিন যারা  
প্রসূন মজুমদার



সেদিন যারা বৃষ্টিতে ভিজেছিলো
গেয়েছিলো জীবনের জয়গান
তারাও কি কোন‌ওদিন ভেবেছিলো
বৃষ্টিও বৃষ্টিতে ভিজে করে স্নান !
বিস্ময়ে চেয়ে থাকি আজও তাই
কবরের নিচে খুঁজি মানবতা
বিশ্বাসে মেলে যদি সবটাই
দু-হাতে কুড়াই সেই সভ্যতা।
জীবন্ত আশাগুলো আজ ।

এফ-১, স্কুল রোড, থার্ড ফ্লোর,
ফ্ল্যাট নং- "ডি", সোদপুর
কলকাতা- ৭০০১১০
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

ফুল ফল ও বীজ

রুনা দত্ত 

নিউটন সূত্র অনুসারি 

টুকটুকে লাল আপেল 

আদম ইভ বা আদি নারী পুরুষ

দেহজ ঘ্রাণ ঘামবিন্দু 

শিশিরের টুপটাপ 

বৃষ্টিস্নাত স্নান 

সিক্ত বিভাজিকা 

ঝুরো ঝুরো জলবিন্দু 

নাভিপদ্ম আতর চন্দন 

দংশন আপেল প্রেম 

শঙ্খশুভ্র উরু উষ্ণ প্রসবণ 

জাফরানি হলুদ ফুল ফল ও বীজ ।


No comments: