Sunday, September 22, 2019

কবি মাসুদুল ইসলামের কবিতা

স্মৃতিমাসুদুল ইসলাম


আনমনা মন জানে সময়ের ব্যবধানে
কত কিছু ভুলে যাই,
যারা রোজ খোঁজ নিতো সুখের পরশ দিতো
ফিরে দেখি তারা নাই।
আজ শুধু স্মৃতি ভাসে নেই কেহ তারা পাশে
ক্ষণে ক্ষণে ঝড় বয়
রাত আসে দিন যায় চোখে জল ভাসে হায়
দিনেদিনে ক্ষয় হয়
পশ্চাতে ফেলে আসা কত স্মৃতি কত ভাষা
মনে পড়ে যায় ফের,
থাকি যদি কভু একা না পেয়ে দাদির দেখা
ভেসে উঠে হৃদে ঢের।
নাম দাম তার ছিলো ভালোবাসা সবে নিলো
নেই আজ কোন খোঁজ,
গাঁয়ের মানুষে বলে গুণগান করে চলে
খোঁজ নিতো সে তো রোজ।
সে যদিও আজ স্মৃতি হয়ে গেছে সব ইতি
বেঁচেরবে চিরকাল,
ব্যবহার ন্যায়নীতি ছিলো যত সুখ প্রীতি
রয়ে যাবে মহাকাল।
👇
রচনাকাল ২৬/০৯/২০১৯
মাত্রাবৃত্ত ৮+৮+৮ (ত্রিপদী)

No comments: