"বঙ্গবন্ধু "
__পারভেজ আলী
[২৮/০৬/১৯ ]
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
যেখানেই হাটি আমি,
সেখানেই দেখি,
পথে-ঘাটে তোমার ছবি;
তুমি আসলেই একজন ~
মহান কবি,
তুমি সেই বাঙালী'র কবি।
সেখানেই দেখি,
পথে-ঘাটে তোমার ছবি;
তুমি আসলেই একজন ~
মহান কবি,
তুমি সেই বাঙালী'র কবি।
তুমি ছিলে এক মহান নেতা,
বঙ্গবন্ধু তুমি আমাদের ~
সেই বাঙালী'র পিতা!
যতদিন ছিল তোমার হাতে এ দেশ,
পথ হারায় নি মোদের এ বাংলাদেশ।
বঙ্গবন্ধু তুমি আমাদের ~
সেই বাঙালী'র পিতা!
যতদিন ছিল তোমার হাতে এ দেশ,
পথ হারায় নি মোদের এ বাংলাদেশ।
সারা জীবন তুমি করেছিলে সংগ্রাম,
ছিলে ন্যায় নীতির পক্ষে!
দিয়েছিল তারা তোমাই কতইনা আঘাত,
তবুও করনি কখনো তুমি প্রতিঘাত।
ছিলে ন্যায় নীতির পক্ষে!
দিয়েছিল তারা তোমাই কতইনা আঘাত,
তবুও করনি কখনো তুমি প্রতিঘাত।
তুমি ছিলে সেই বাঙালী'র কবি,
তুমি ছিলে সেই মুক্তির কবি!
তুমি আমাদের সেই প্রতিচ্ছবি,
যদি আজ তুমি থাকতে বেঁচে!
খুন, খারাপি হতো না এ বাংলাদেশে।
তুমি ছিলে সেই মুক্তির কবি!
তুমি আমাদের সেই প্রতিচ্ছবি,
যদি আজ তুমি থাকতে বেঁচে!
খুন, খারাপি হতো না এ বাংলাদেশে।
তুমি ছিলে সেই বাঙ্গালী'র ছবি,
তুমি ছিলে সেই রাজনীতি'কবি,
তোমার ভালোবাসা জাগ্রত থাকবে,
শত কোটি বাঙালী'র মাঝে,
তুমি সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,
বঙ্গবন্ধু তুমি সেই মহান কবি,
তোমারই হাতে গড়ে উঠেছে শত বাঙালী জাতি;
বঙ্গবন্ধু তোমাকে মোরা কি ভুলতে পারি?
শত কোটি বাঙালী জাতি!
তুমি যে ছিলে আমাদের সেই ভালবাসা'র ছবি।
তুমি ছিলে আমাদের সেই মহান কবি।
তুমি ছিলে সেই রাজনীতি'কবি,
তোমার ভালোবাসা জাগ্রত থাকবে,
শত কোটি বাঙালী'র মাঝে,
তুমি সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,
বঙ্গবন্ধু তুমি সেই মহান কবি,
তোমারই হাতে গড়ে উঠেছে শত বাঙালী জাতি;
বঙ্গবন্ধু তোমাকে মোরা কি ভুলতে পারি?
শত কোটি বাঙালী জাতি!
তুমি যে ছিলে আমাদের সেই ভালবাসা'র ছবি।
তুমি ছিলে আমাদের সেই মহান কবি।
No comments:
Post a Comment